বাংলারজমিন
পিআর পদ্ধতির নির্বাচন চায় ইসলামী আন্দোলন: এডভোকেট মাহমুদুল হাসান
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার আওয়ামী লীগ গত সতেরো বছর দেশকে দুঃশাসন ও পেশিশক্তির আওতায় রেখেছে এমন অভিযোগ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, জনগণের ভোটাধিকার হরণ করে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তিনি বলেন, ৫ই আগস্টের পর দেশে স্বৈরাচারমুক্ত একটি সম্ভাবনার সূচনা হয়েছে। তবে এখনো রাজনৈতিক পরিচয়ে সুবিধাবাদীরা চাঁদাবাজি করে চলেছে। বুধবার দোয়ারাবাজার উপজেলা সদরের মা জননী কমিউনিটি সেন্টারে সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন আয়োজিত মতামত গ্রহণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ‘আমরা প্রচলিত ব্যবস্থা নয়, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতির নির্বাচন চাই, বলেন মাহমুদুল হাসান। এই দাবি আদায়ে আগামী ২৮শে জুন ঢাকায় দলের সমাবেশ সফল করার আহ্বান জানান। নারীর অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে নারী শক্তিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির হোসাইন। পরিচালনায় ছিলেন, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী, জয়েন্ট সেক্রেটারি মাওলানা শাহীন আলম মানসুরী এবং ছাতক উপজেলা সেক্রেটারি মুফতি মির্জা সাজিদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য ও জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মোস্তাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল মুসাব্বির রুনু, মাওলানা হাবিবুল্লাহ আশরাফী, মুফতি আলী আকবর সিদ্দিক, হাফিজ হোসাইন আল হারুন প্রমুখ।