ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তারেক রহমানের আছে: ফজলুর রহমান

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
১২ জুন ২০২৫, বৃহস্পতিবার

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, আগামী শুক্রবার লন্ডনে ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে কথা বলবেন। আমি আশা করবো, ইউনূস সাহেব সৎভাবে সত্যভাবে কথা বলবেন আমাদের নেতার সাথে। আমি জানি, আমাদের নেতার সেই অভিজ্ঞতা, আমাদের নেতা তারেক রহমানের সেই যোগ্যতা, বাংলাদেশ চালানোর মতো সমস্ত ক্ষমতা তার আছে। আমি আশা করবো, তারেক রহমান সাহেবের সাথে আলোচনার মধ্য দিয়ে এই দেশকে আপনারা রক্ষা করবেন। আর আন্দোলন করতে চাই না, ইউনূস সাহেব। বুধবার বিকালে কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফজলুর রহমান বলেন, এখন শুধু বাংলাদেশের মানুষ একটা ভোট দিতে চায়। মানুষ ১৪ সনে এমপি ভোট দিতে পারেনি, আওয়ামী লীগ নিজেদের ভোট নিজেরা দিয়েছে, কেউ কনটেস্ট করেনি। ১৮ সনে শেখ হাসিনা তার বাপের নামে শপথ করে বলছে, ফেয়ার ইলেকশন দিবো। কিন' ইলেকশনের দিন দেখা গেলো, উনি দিনের ভোট আগের রাইতেই করে ফেলছেন। নিশিরাইতের এমপি বানাইলো। আর ২৪ সনে আমি আর ডামির ইলেকশন হলো। বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান বলেন, আমি রাজাকারবিরোধী। এর জন্য যদি আমাকে কেউ পছন্দ না করেন, আমাকে ভোট দিয়েন না। আমি ভোট চাই না। আমি রাজাকার-আলবদরের বিরুদ্ধে। আর সেই আলবদরের নেতা ছিলো জামায়াত। আমি চ্যালেঞ্জ করলাম, ৭১ সনে সেই জামায়াত ছিলো আলবদরের নেতা। প্রধান নেতা গোলাম আজম। আলবদরের মূল কমান্ডার ছিলো নিজামী সাব, দ্বিতীয় কামান্ডার ছিলো মোজাহিদ সাব। বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট উম্মে কুলসুম রেখা বিশেষ অতিথি এবং ইটনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা বিএনপি’র যুগ্মসাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রতন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। এতে অন্যদের মধ্যে ইটনা উপজেলা বিএনপি’র সভাপতি এসএম কামাল হোসেন, মিঠামইন উপজেলা বিএনপি’র সভাপতি এএইচএম জাহিদুল আলম জাহাঙ্গীর, অষ্টগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি সৈয়দ সায়েদ আহমেদ, ইটনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন, সিনিয়র সহ-সভাপতি মো. মনির উদ্দিন, সহ-সভাপতি সোহরাব হোসেন মীর, যুগ্মসাধারণ সম্পাদক পলাশ রহমান, বড়িবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাখন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আনিসুজ্জামান মহসীন প্রমুখ বক্তব্য রাখেন। এদিকে বিকাল সাড়ে ৪টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হলেও দুপুর ২টা থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ইঞ্জিনচালিত নৌকা ও ট্রলারের মাধ্যমে হাজার হাজার মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল করে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানস'লে আসা শুরু করেন। এ সময় মিছিল আর স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। নেতাকর্মীদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বড়িবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠের অনুষ্ঠানস'ল।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status