বাংলারজমিন
চৌদ্দগ্রামে গোসলে নেমে দুই বোনের মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
১২ জুন ২০২৫, বৃহস্পতিবারকুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শুভপুর ইউনিয়নের শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশের মজমুদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন; একই বাড়ির রাসেল মজুমদারের মেয়ে সামিরা আক্তার (১২) ও সাইফুল মজুমদারের মেয়ে সাফা মারওয়া (৭)। বুধবার (১১ জুন) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন নিহতদের প্রতিবেশি যুব নেতা ইমরান মজুমদার।
স'ানীয় সূত্রে জানা গেছে, সামিরা আক্তার ও সাফা মারওয়া পরিবারের সদস্যদের অগোচরে বুধবার দুপুরে বাড়ির পাশের ছোট পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের দুজনকে না পেয়ে আশপাশের বাড়িতে খোঁজাখুজি শুরু করে পরিবারের সদস্যরা। পরে আরেক শিশুর তথ্য মতে, পুকুরে নেমে খোঁজাখুজি শুরু করলে প্রথমে সামিরা আক্তার ও পরে সাফা মারওয়ার লাশ পাওয়া যায়। মুহুর্তের মধ্যেই পরিবারে শুরু হয় আহাজারি। একই বাড়ির যুব নেতা ইমরান মজুমদার বলেন, পুকুরে গোসল করতে নেমে ভাতিজি সামিরা আক্তার ও সাফা মারওয়ার মৃত্যু হয়েছে। ছোট সন্তানদের দেখে শুনে রাখতে তিনি সকলের প্রতি আহবান জানান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস'্য কর্মকর্তা ডাঃ রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘শুনেছি-পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে তাদেরকে হাসপাতালে আনা হয়নি’।