অনলাইন
আবদুল হামিদের দেশে ফেরা প্রসঙ্গ, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
স্টাফ রিপোর্টার
(১ সপ্তাহ আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ১২:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৮ পূর্বাহ্ন

থাইল্যান্ডে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত দেড়টার দিকে দেশে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোরগঞ্জে একটি মামলার আসামি হয়েও তিনি কীভাবে দেশত্যাগ করলেন তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে।
তবে চিকিৎসা শেষে দেশে ফিরেও আসেন এই সাবেক প্রেসিডেন্ট। সোমবার রাজধানীর যাত্রবাড়ী থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম। পরিদর্শন শেষে বিষয়টি নিয়ে তার কাছে প্রশ্ন রাখেন সাংবাদিকরা।
‘মামলা মাথায় নিয়ে একজন সাবেক প্রেসিডেন্ট বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন। তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি’-এক সাংবাদিক বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনারাই বলেছেন অনেক মামলা আছে, কিছু কিছু মামলা ইনভেস্টিগেশন (তদন্ত) হয়নি। তদন্ত হওয়ার পর যিনি দোষী হবেন, তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে। আপনারাই কিন্তু সবসময় বলছেন, নির্দোষীরা যাতে কোনো অবস্থায় সাজা না পায়। এজন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউকে আইনের বাইরে থাকা হবে না। তাকে আমরা অবশ্য আইনের আওতায় নিয়ে আসবো।’
বিষয়টা এ রকম যে, ফোজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে, তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা তো আপনারাই আমাকে রিকুয়েস্ট করেছেন, আপনাদের কথাই তো আমি রাখতেছি। তারা ওভাবে প্রমাণিত না হলে, কেন একজন নির্দোষ মানুষকে আমি সাজা দেবো।’
উল্লেখ্য, গত ৭ মে দিবাগত মধ্যরাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জে দায়ের হওয়া একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি আওয়ামী লীগ সরকারের সাবেক এই প্রেসিডেন্টকেও অভিযুক্ত করা হয়।
আবদুল হামিদ দেশ ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পরেই তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যসহ সারা দেশে সমালোচনা শুরু হয়।
পাঠকের মতামত
জয় হোক উপদেষ্টা মহোদয়ের।
আওয়ামীলীগ মানেই গ্রেপ্তার এবং রিমান্ড। সারাজীবন জেল। এটাই এদের একমাত্র উপহার এই দেশ থেকে।
ডাল কুছমে কালা হায়।
Drama continues
Drama continues
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সাহেবের বিদেশে চিকিৎসার জন্য যাওয়া নিয়ে যারা বিভিন্ন রকম আপত্তিকর মন্তব্য করেছিলেন, তার বিদেশ থেকে ফিরে আসা তাদের মুখে চপেটাঘাত।
হাসিনার আত্মীয় দুর্নীতিবাজ শেখ কবির কেন বিচারের আওতায় আসলো না? বাংলাদেশের বীমা খাত ধ্বংসের হোতা,মহা দুর্নীতিবাজ শেখ কবির কীভাবে দেশ ত্যাগ করলো?