অনলাইন
মানবজমিন এক্সক্লুসিভ
লন্ডনে শুক্রবার সকালে একান্ত বৈঠকে বসছেন ড. ইউনূস ও তারেক রহমান
মিজানুর রহমান
(১ সপ্তাহ আগে) ৯ জুন ২০২৫, সোমবার, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

সব জল্পনা-কল্পনার অবসান। সরকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দায়িত্বশীল সূত্র মানবজমিনকে এটা নিশ্চিত করেছে যে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চূড়ান্ত। আগামী শুক্রবার সকালে বাংলাদেশের আগামীর রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই বৈঠক অনুষ্ঠিত হবে। একটি অভিজাত হোটেলে হবে হাই ভোল্টেজ কাঙ্ক্ষিত সেই বৈঠক। আনুষ্ঠানিক আলোচনা তো বটেই, খানিকক্ষণ একান্তেও কথা হবে দুই ব্যক্তিত্বের মধ্যে, শিডিউল সেভাবেই ঠিক হয়েছে। চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়ে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সন্ধ্যা সাড়ে ৭ টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ার লাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। স্থানীয় সময় মধ্যরাতে (বাংলাদেশ সময় ভোরে) ফ্লাইটটি লন্ডনে পৌঁছার কথা রয়েছে। সফরকালে বাকিংহাম প্যালেসে বৃটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজার হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’। ড. ইউনূসের সম্মানে রাজকীয় ভোজ হবে, যেখানে বৃটেনের রাজনীতি তথা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশ নেবেন। পার্লামেন্টারি ডেমোক্রেসির পীঠস্থান বৃটেনে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পদধারী স্পিকার এবং দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বৈঠক হবে। তার সঙ্গে দেখা হবে দেশটির একাধিক মন্ত্রীর। পাশাপাশি প্রধান উপদেষ্টা বৃটেনের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে বক্তৃতা করবেন। কূটনৈতিক সূত্র জানিয়েছে- হাই প্রোফাইল ওই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে বৃটেনের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরৎ নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা হবে। সফর শেষে আগামী শনিবার (১৪ই জুন) সরকার প্রধানের ঢাকা ফেরার কথা রয়েছে।
পাঠকের মতামত
নিজস্ব ইচ্ছা কে প্রাধান্য না দিয়ে,সকলকে দেশের মানুষের চাহিদার জন্য উভয়ের সমঝোতার মাধ্যমে দেশের ক্রান্তিকালের সমাধান হবে।যা আগামী প্রজন্মের জন্য একটি অন্যতম ভালো নিদর্শন হিসেবে কাজ করবে।
Very good for Bangladesh.Salute to Dr Yunus.
আশা করি ড. ইউনূস বাংলাদেশের লুণ্ঠিত গণতন্ত্র আবারও তার মালিক তথা জনগণের হাতে তুলে দিতে চুরি যাওয়া ভোটাধিকার দ্রুতই ফিরিয়ে দিতে আগ্রহী হবেন। হয়ে থাকবেন চির স্মরণীয়।
দেশের স্বার্থে যেকোনো আলোচনা বা বৈঠক আমাদের কাম্য।