অনলাইন
নরসিংদীর আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল, ধাওয়া-পাল্টা ধাওয়া
নরসিংদী প্রতিনিধি
(৯ মাস আগে) ১৬ আগস্ট ২০২২, মঙ্গলবার, ৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৯ অপরাহ্ন

নরসিংদী পৌরসভার সাবেক কমিশনার ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া হত্যা মামলার প্রধান আসামির ফাঁসির দাবিতে আদালত পাড়ায় বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন, আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এ সময় বাদী-বিবাদী পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পৌরসভার আলোচিত সাবেক কমিশনার মানিক হত্যা মামলার প্রধান আসামি নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল। আজ দুপুরে নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে আসলে আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২০০১ সালের ১লা জানুয়ারি ভেলানগর এলাকায় প্রকাশ্যে খুন হন নরসিংদী পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার কমিশনার মানিক মিয়া। এ ঘটনায় নিহতের ভাই আমির হোসেন আমু বাদী হয়ে নরসিংদীর পৌরসভার সদ্যবিদায়ী সাবেক মেয়র কামরুজ্জামান কামরুল ও আলোচিত-সমালোচিত যুব মহিলা লীগ নেত্রী পাপিয়ার স্বামী সুমন ওরফে মতি সুমনসহ ১০ জনের নামে নরসিংদী সদর মডেল থানায় হত্যা মামলা করেন। নানা ঘাত প্রতিঘাত ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলাটিকে স্থগিত করে রাখা হয়। উচ্চ আদালতের নির্দেশে প্রায় ২১ বছর পর আজ দুপুরে হত্যা মামলার প্রধান আসামি সদ্যবিদায়ী নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল আদালতে হাজিরা দিতে আসেন।
এদিকে দীর্ঘদিনেও তৎকালীন আওয়ামী লীগ নেতা ও রানিং কমিশনারের খুনিদের বিচার না হওয়া ফুঁসে উঠেছে নিহতের স্বজন ও আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। এরই প্রেক্ষিতে মানিক সমর্থক ও স্বজনরা আদালত পাড়ায় ব্যানার ফেস্টুন ও বিভিন্ন স্লোগান সংবলিত প্লেকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় অভিযুক্ত কামরুলের ফাঁসির দাবি জানানো হয়।
নিহত মানিক কমিশনারের ভাই ও মামলার বাদী আমির ইসলাম আমু বলেন, কামরুল শুধু মাত্র আমার ভাইকেই হত্যা করেনি, সে কুলসুম নামে একটি মেয়েকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে।