ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

‘যুদ্ধের ট্রমা’

পাকিস্তান সফরে যাবেন না নাহিদ রানা ও দুই কোচ

স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। পেশোয়ার দলে খেলছিলেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। অন্যদিকে, লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন রিশাদ হোসেন। তবে ম্যাচের আগে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম লাগোয়া এলাকায় ভয়াবহ ড্রোন হামলা হয়, যার ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার আতঙ্কের মধ্যে পড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নেয় তাদের  দেশে ফিরিয়ে আনার। তারা দেশে ফিরে আসেন ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে। জাতীয় দলের হয়ে এবার দু’জনেরই পাকিস্তান সফরে যাওয়ার কথা। কিন্তু  বেঁকে বসেছেন পেসার নাহিদ রানা। যুদ্ধের ট্রমা তাকে পিছু ছাড়ছে না। যুদ্ধ থেমে গেলেও নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরের জন্য ঘোষিত দল থেকে সরে দাঁড়িয়েছেন নাহিদ।  একই কারণে এই সফরে যাচ্ছেন না  বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ও ট্রেনার নাথান  কেলি। তবে রিশাদ হোসেন যাচ্ছেন সফরে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি বলেন, ‘যে ধরনের ঘটনার মুখোমুখি হতে হয়েছে নাহিদ রানা ও রিশাদকে, সেটা যদি ট্রমাটাইজ করে একজনকে (রানা) তাকে দোষ দেওয়ার সুযোগ নেই। সে কারণেই সম্ভবত নিজেকে সরিয়ে নিয়েছে ও। অন্য দুজন (কেলি ও প্যামেন্ট) এই ধরনের ঘটনার মুখোমুখি হতে চায় না।

 এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে চায়। সেটিই তাদের কারণ।’ ভারত-পাকিস্তান যুদ্ধের কারণে গত ৯ই মে স্থগিত হয়ে যায় পাকিস্তান প্রিমিয়ার লীগ (পিএসএল)। পাকিস্তান থেকে ফেরা আরেক ক্রিকেটার রিশাদেরও দুর্ভাবনার জায়গা কিছু ছিল বলে জানিয়েছেন নাজমুল আবেদিন। তিনি বলেন, ‘রিশাদও যে ভাবেনি, তা কিন্তু হয়। তবে ক্রমে সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। আমাদের প্রধান কোচ নিজে যাচ্ছেন এই সফরে। সবকিছু হয়তো অন্যদের অনুপ্রাণিত করেছে একটু অন্যভাবে চিন্তা করতে ও নিজেদের মত বদলে দলের সঙ্গে যেতে।’  নাহিদের বদলি হিসেবে কাউকে দলে নেওয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি’র এই পরিচালক। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচের পর আইপিএলে চলে যাওয়া মোস্তাফিজুর রহমানকে পাকিস্তানের বিপক্ষে সিরিজে পাবে দল। কারণ মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালসের দুটি ম্যাচ বাকি আছে প্রাথমিক পর্বে। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হারলে দিল্লির বিদায় নিশ্চিত হয়ে যাবে। প্রাথমিক পর্বে তাদের শেষ ম্যাচ শনিবার। শেষ পর্যন্ত দলটি প্লে-অফে উঠলেও পাবে না মোস্তাফিজকে। এ নিয়ে ফহিম বলেন, ‘মোস্তাফিজ জয়েন করবে।’ 

অন্যদিকে পাকিস্তান সফরের পূর্বের সূচি বদলে গেছে। নিরাপত্তার কারণে যেমন কমেছে ভেন্যু তেমনি কমানো হয়েছে ম্যাচের সংখ্যা। পাঁচ ম্যাচের পরিবর্তে হবে তিনটি। ২৮, ৩০ মে ও ১ জুন সব গুলো ম্যাচই হবে লাহরে।  ভেন্যু থেকে বাদ পড়েছে ফয়সালাবাদ। বাংলাদেশ থেকে বিশেষ একটি নিরাপত্তা দল পাকিস্তানে গিয়ে এই সিরিজের সময় থাকবেন বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থার ওপরও আস্থা আছে তার। তিনি বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে আমি গিয়েছিলাম। মনে হয় না এর চেয়ে বেশি কিছু করার সুযোগ আছে। যেরকম নিরাপত্তা তারা দেয়, তার থেকে বেশি। আমার পিসিবি সভাপতির সঙ্গে কথা হয়েছে, তিনি বলেছেন, আমাদের পক্ষে যতটুকু নিরাপত্তা দেওয়া সম্ভব আমরা সবকিছু করবো। অলরেডি তো তারা যথেষ্ট সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করে।’ এছাড়াও পাকিস্তানে নিজের বাড়তি নিরাপত্তা নিশ্চিতে বিসিবি আলাদা একটি লিয়াজোঁ নিরাপত্তা দল পাঠাবে জানিয়ে তিনি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান। তিনি বলেন, ‘আমরা নিজস্ব একটি নিরাপত্তা দল বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছি, যারা পুরো সিরিজে দলের সঙ্গে থাকবে।’

পাকিস্তান সিরিজে ম্যাচ কমানোর কারণ হিসেবে জানা গিয়েছিল নিরাপত্তার বিষয়টি। এছাড়াও বাংলাদেশ 
সরকারের পক্ষ  থেকে বলা হয়েছিল সফরে যেন সিমান্ত এলাকার কোনো স্টেডিয়ামে ম্যাচ না রাখা হয়। তবে নাজমুল আবেদিন জানান, আসন্ন ঈদুল আজহার কারণেও ম্যাচ কমানো হয়েছে। তিনি বলেন, ‘সামনে ঈদ আছে, ক্রিকেটাররা চাচ্ছে ঈদের আগে দেশে ফিরে আসতে। তা ছাড়া সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে তারা পাকিস্তানে দীর্ঘ সময় অবস্থান করতেও চাইছে না। ক্রিকেটারদের অনুরোধে আমরা পিসিবিকে সূচি সংক্ষিপ্ত করার প্রস্তাব দিয়েছিলাম, যা তারা মেনে নিয়েছে।’

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status