খেলা
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিট মিলবে শনিবার থেকে
স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে আগামী মাসে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে বহুল অপেক্ষিত প্রবাসী ফুটবলার শমিত সোমের। টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ৯ ক্যাটাগরিতে পাওয়া যাবে ১৮ হাজার ৩০০ টিকিট।
ঢাকা জাতীয় স্টেডিয়ামে আগামী ১০ই জুন মুখোমুখি হবে বাংলাদেশ ও সিঙ্গাপুর। বাফুফে ভবনের বোর্ড রুমে সংবাদ সম্মেলনে আজ টিকিটের দাম ঘোষণা করেছে বাফুফের কম্পিটিশন কমিটি। আগামী শনিবার অনলাইনে ছাড়ার কথা রয়েছে টিকিটের। ঃরপশরভু.ষরাব অনলাইন প্লাটফর্মে টিকিট মিলবে শনিবার দুপুর ১২টা থেকে। টিকিট সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে টিকিফাইয়ের কর্মকর্তা ইফতেখার ইফতি বলেন, ‘আমাদের ওয়েবসাইটে এই ম্যাচ সম্পর্কে লিংক থাকবে। সেই লিংকে গিয়ে নাম, মোবাইল ও ইমেইল দিয়ে নিবন্ধন করে নির্দিষ্ট গ্যালারি ও সিট সিলেক্ট করার অপশন থাকবে। সবকিছু সম্পন্ন করার পর পেমেন্ট অপশন আসবে। ব্যাংক অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সম্পন্ন হলে ই-মেইলে টিকিটের কপি যাবে। একজন ব্যক্তি একটি নাম্বার ও মেইল থেকে সর্বোচ্চ পাঁচটি টিকিট সংগ্রহ করতে পারবেন।’ অনলাইন টিকিটের সংখ্যা সম্পর্কে ফেডারেশন কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ‘আমাদের দেশের ফুটবলের স্টকহোল্ডারদের জন্য কিছু সংখ্যক টিকিট রেখে বাকি সব অনলাইনে দেবো।’ প্রেসিডেন্ট বক্স বরাদ্দ থাকবে আমন্ত্রিত অতিথিদের জন্য। হসপিটাল বক্স ও কর্পোরেট বক্সের প্রতিটি টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৫ হাজার টাকা করে। ভিআইপি বক্সের টিকিট মিলবে ৪ হাজার টাকায়। স্কাই-ভিউ-এর টিকিট পেতে দর্শকদের গুনতে হবে তিন হাজার টাকা। খেলোয়াড়দের বেঞ্চের পেছনের ভিআইপি-২, রেড বক্সের নিচের ভিআইপি-৩ ও ক্লাব হাউজ-১-এর প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে আড়াই হাজার টাকা করে। এছাড়া ক্লাব হাউজ-২-এর টিকিটের মূল্য দুই হাজার টাকা। গ্যালারির টিকিট পাওয়া যাবে সর্বনিম্ন চারশ’ টাকায়। বর্তমানে সংস্কার চলমান থাকা জাতীয় স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ২২ হাজারের কিছু বেশি। ভারতের মাঠে গোলশূন্য ড্র দিয়ে তৃতীয় রাউন্ডের বাছাই শুরু করে বাংলাদেশ। সেই ম্যাচে লাল সবুজের জার্সিতে অভিষেক হয় বৃটেন প্রবাসী ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার। এই ম্যাচকে সামনে রেখে প্রয়োজনীয় সবকিছু সেরে ফেলেছেন সামিত সোমও। সব ঠিকঠাক থাকলে এই দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে কানাডার প্রিমিয়ার লীগে খেলা এই মিডফিল্ডারের। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে সিঙ্গাপুরও।