খেলা
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে ফেরা কে এই সাহিবজাদা
স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তার জন্য দল ঘোষণায় একাধিক চমক রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে রাখা হয়েছে এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। তবে সবচেয়ে বড় চমক শাহীন আফ্রিদির বাদ পড়া। দলে ফিরতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমও। সাহিবজাদা অবশ্য পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। অভিষেক সেই ২০১৮ সালে। তবে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৯ ম্যাচে ৯.৫৫ গড়ে স্রেফ ৮৬ রান। সাত ম্যাচে আউট দু’অঙ্ক ছোঁয়ার আগেই। সেই সাবিজাদার ক্রিকেট ক্যারিয়ারের পুনর্জন্ম হয়েছে পিএসএলের আগে গত ১৪ই মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। সেই টুর্নামেন্টে ২৯ বছর বয়সী এই ব্যাটারের ছক্কা ছিল ৭ ম্যাচে ৪০টি। ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২।
তার ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য-১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ২৮২! মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম। এরপর গত ১৪ই এপ্রিল পিএসএলে আসরের দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি। তাতে এক মাসের মধ্যে ৯ ইনিংস খেলে ৪ সেঞ্চুরি হয়ে যায় তার। স্পর্শ করেন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই টি-টোয়েন্টিতে নতুন পথচলা শুরু করেছে পাকিস্তান। সেই সফরে বাদ পড়েন বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান।
দুই অভিজ্ঞ ব্যাটারকে ফেরানো হয়নি বাংলাদেশের বিপক্ষেও। সেই ধারাবাহিকতায় এবার জায়গা হারালেন আফ্রিদি। বাহাতি এই পেসারের সঙ্গে জায়গা পাননি আরেক অভিজ্ঞ পেসার হারিস রউফও। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমাইর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহান্দাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। সাহিবজাদা ছাড়াও দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসাইন তালাত, মোহাম্মাদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আইয়ুব। তবে পিএসএলের সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি আব্বাস আফ্রিদি বাদ পড়েছেন। এই আসরেই ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলি।
পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।