ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান দলে ফেরা কে এই সাহিবজাদা

স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
mzamin

চলতি মাসেই পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৩ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তার জন্য দল ঘোষণায় একাধিক চমক রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে রাখা হয়েছে এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহানকে। তবে সবচেয়ে বড় চমক শাহীন আফ্রিদির বাদ পড়া। দলে ফিরতে পারেননি মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমও। সাহিবজাদা অবশ্য পাকিস্তান ক্রিকেটে নতুন কেউ নন। পাকিস্তানের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেলেছেন এই ব্যাটার। অভিষেক সেই ২০১৮ সালে। তবে শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৯ ম্যাচে ৯.৫৫ গড়ে স্রেফ ৮৬ রান। সাত ম্যাচে আউট দু’অঙ্ক ছোঁয়ার আগেই। সেই সাবিজাদার ক্রিকেট ক্যারিয়ারের পুনর্জন্ম হয়েছে পিএসএলের আগে গত ১৪ই মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে। সেই টুর্নামেন্টে ২৯ বছর বয়সী এই ব্যাটারের ছক্কা ছিল ৭ ম্যাচে ৪০টি। ওই টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল ১৩টি। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে করেছেন ৬০৫ রান। ৭ ম্যাচে সেঞ্চুরি করেছেন ৩টি, ফিফটি ২টি। সর্বোচ্চ রানের ইনিংসটি ছিল ৭২ বলে অপরাজিত ১৬২। 

 তার ১৬২ রানের অপরাজিত ইনিংসটি টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৫, আর গড়টা তো অবিশ্বাস্য-১২১। একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে তিন সেঞ্চুরি করা পঞ্চম ক্রিকেটার ছিলেন সাহিবজাদা। ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ২৮২! মানে সাহিবজাদার চেয়ে ৩২৩ রান কম। এরপর গত ১৪ই এপ্রিল পিএসএলে আসরের দ্বিতীয় ম্যাচেই করেন সেঞ্চুরি। তাতে এক মাসের মধ্যে ৯ ইনিংস খেলে ৪ সেঞ্চুরি হয়ে যায় তার। স্পর্শ করেন এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডও। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকেই টি-টোয়েন্টিতে নতুন পথচলা শুরু করেছে পাকিস্তান। সেই সফরে বাদ পড়েন বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ান।

 দুই অভিজ্ঞ ব্যাটারকে ফেরানো হয়নি বাংলাদেশের বিপক্ষেও। সেই ধারাবাহিকতায় এবার জায়গা হারালেন আফ্রিদি। বাহাতি এই পেসারের সঙ্গে জায়গা পাননি আরেক অভিজ্ঞ পেসার হারিস রউফও। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমাইর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহান্দাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। সাহিবজাদা ছাড়াও দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসাইন তালাত, মোহাম্মাদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আইয়ুব। তবে পিএসএলের সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে এখনো পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি আব্বাস আফ্রিদি বাদ পড়েছেন। এই আসরেই ৯ ম্যাচে ১৫ উইকেট নিয়ে দলে ফিরেছেন অভিজ্ঞ হাসান আলি। 
 

পাকিস্তান স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মাদ ইরফান খান, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status