খেলা
প্রথম দিনে নাঈমের সেঞ্চুরির আক্ষেপ
স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার
নাঈম শেখের সঙ্গে এনামুল হক বিজয় ওপেনিংয়ে গড়েন ১৩০ রানের জুটি। দারুণ খেলতে থাকা বিজয় উইকেট ছুড়ে দিয়ে ফিরলেন ফিফটির কাছাকাছি গিয়ে। সাইফ হাসান বাজে শটে আউট হলেন ফিফটি পেরিয়েই। সেট হয়েও উইকেট বিলিয়ে দিলেন জাকির হাসান। আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরলেন নাঈমও। আক্ষেপ চার ব্যাটসম্যানের আউট হওয়ার ধরনেও। প্রায় সাড়ে তিন বছর আগে একটি টেস্ট খেলার পর এই ফরম্যাটে বিবেচনায় সেভাবে আসেননি নাঈম শেখ। এবার সেঞ্চুরি করে নির্বাচকদের একটি বার্তা দেওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু টাইমিংয়ে গড়বড় আর দুর্দান্ত একটি ক্যাচে মিলিয়ে যায় তার সেঞ্চুরির সম্ভাবনা। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিশিয়াল টেস্টের প্রথম দিন শেষে মিরপুরে বাংলাদেশ ‘এ’ দলের সংগ্রহ ৪ উইকেটে ২২৫। বৃষ্টির কারণে প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৫৭.৩ ওভার। ১০ চার ও ২ ছক্কায় ৯৪ বলে ৮২ রান করে ডিন ফক্সক্রফটের অসাধারণ ক্যাচে আউট হন নাঈম। সাইফ ৫১ ও এনামুল করেন ৪৮ রান।
গতকাল শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান জানান, আগে ব্যাটিং করে বড় স্কোর গড়ার লক্ষ্য তাদের। চতুর্থ ইনিংসে উইকেটে স্পিন ধরবে বলেও আশা তার। এক পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ গঠনেও সে ভাবনারই প্রকাশ। আগের ম্যাচে নাঈম ছিলেন না দলে। এবার তিনি ফেরেন মাহমুদুল হাসান জয়ের বদলে। ম্যাচ শুরু করেন তিনি প্রথম ওভারে চার মেরে। তবে পরে দ্রুতই ২০ রান পেরিয়ে যান এনামুল। দশম ওভারে আক্রমণে আনা হয় অফ স্পিনিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফটে। প্রথম ওভারেই তাকে ছক্কায় স্বাগত জানান এনামুল। নাঈম প্রথম ঘণ্টায় ছিলেন বেশ সতর্ক। ১৫ ওভার শেষে তার রান ছিল ৩৮ বলে ১৩। প্রথম ওভারের পর আর বাউন্ডারিই পাননি। নাঈমকে ফেরাতেই মূলত ফক্সক্রফটের অফ স্পিন চালিয়ে যাচ্ছিলেন কিউই অধিনায়ক। কিন্তু এই বোলারকেই এক ওভারে টানা পাঁচটি বাউন্ডারি মারেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ফিফটি করে ফেলেন ৬১ বলে। এনামুল ততক্ষণে মন দিয়েছেন লম্বা ইনিংস খেলায়। ৩০ রানে অবশ্য জীবন পান শর্ট লেগে ক্যাচ দিয়েও। মধ্যাহ্ন বিরতীর আগেই ১১৩ রান তুলে ফেলে বাংলাদেশ। এরপর পর নাঈম শুরু করেন দ্বিতীয় ওভারেই ফক্সক্রফটকে ছক্কা মেরে। অন্যদিকে সাবধানে এগোতে থাকা এনামুল বিদায় নেন পুল শট খেলার চেষ্টায়। তার ব্যাট থেকে আসে ৯৭ বলে ৪৮ রান। বিজয়ের বিদায়ের পরের ওভারেই ড্রেসিং রুমে ফেরেন নাঈম। লেনক্সের বলে সুইপ করে চার মারার পরের বলেই উড়িয়ে মারেন তিনি। মিড অফ থেকে পেছন দিকে ছুটে লং অফ সীমানার কাছে গিয়ে সামনে ডাইভ দিয়ে বল মুঠোয় জমান ফক্সক্রফট। দুই ওপেনারের বিদায়ের পর রানের গতিও কমে যায়। আগের ম্যাচে দুই ইনিংসেই ওপেন করা জাকির এবার নামেন চারে। ৭৭ বলে আসে তার ফিফটি। কিন্তু তিনিও উইকেট হারান নিজের ভুলে। এরপর জুটি গড়ার চেষ্টা করছিলেন অমিত হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। কিন্তু দুপুর ৩টার দিকে চারপাশ অনেকটা কালো হয়ে আসে, সাড়ে ৩টার দিকে নামে তুমুল বৃষ্টি। এরপর খেলা বন্ধ হয়ে যায়।