ঢাকা, ২৩ মে ২০২৫, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব ম্যাচ একই ভেন্যুতে

স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবার

অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি। দু’টি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে বিসিবি ও পিসিবি’র যৌথ সম্মতিতে একই ভেন্যুতে ৩ ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। 
বুধবার এক বিবৃতিতে সিরিজের সূচি জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল। আজ পাকিস্তান পৌঁছাবে লিটন কুমার দাসের দল। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৮শে মে। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন-শান্তদের পরের দুটি ম্যাচ ২৯ ও ৩১শে মে। সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান সুপার লীগ (পিএসএল) ও ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) স্থগিত হয়ে যায় এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫শে মে শুরুর কথা ছিল সিরিজ। কিন্তু  নিরাপত্তা শঙ্কায় পরে সিরিজ নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। বাংলাদেশের ক্রিকেটাররা ম্যাচ কমানো ও এক স্টেডিয়ামেই পুরো সিরিজ আয়োজনের দাবি করেন। এরপর বিসিবি ও পিসিবি যৌথ সভায় এসব বিষয়ে একমত হয়।

পাকিস্তান দল: সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।

বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status