খেলা
মোহামেডানের বিপক্ষে নাটকীয় জয় রহমতগঞ্জের
স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৫, বৃহস্পতিবারচ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে চমক উপহার দিলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বৈরী আবহাওয়ায় আগের দিন বাংলাদেশ প্রিমিয়ার লীগে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যে ম্যাচটি শেষ হতে পারেনি। গতকাল বাকি সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন মোহামেডানকে ৪-৩ গোলে পরোজিত করে রহমতগঞ্জ। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় ১৮ মিনিট খেলা হওয়ার পর স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেসময় সুলেমান দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১-এ এগিয়ে ছিল মোহামেডান। গতকাল বাকি অংশ শুরুর পর ৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ। ৬ মিনিট পর জুয়েল মিয়ার পাস জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ। ৮৪ মিনিটে মামুদ ওশি ম্যাচে সমতা ফেরানোর দুই মিনিট পর ঘানার এই ফরোয়ার্ডের দ্বিতীয়বারের লক্ষ্যভেদে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময় ব্যবধান ধরে রেখে চলতি লীগে অষ্টম জয় তুলে নেয় পুরান ঢাকার দলটি। এবারের লীগে মোহামেডানের এটি দ্বিতীয় হার। দুটি হারই অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে। গত জানুয়ারিতে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে ১-০ গোলে হারের পর টানা ছয় ম্যাচ অপরাজিত ছিল কোচ আলফাজ আহমেদের দল। তিন ম্যাচ হাতে রেখেই এবারের লীগ শিরোপা নিশ্চিত হয় মোহামেডানের। ঢাকার শীর্ষ ফুটবল লীগে মোহামেডানের এটি ২৩ বছরে প্রথম শিরোপা, পেশাদার (বাংলাদেশ প্রিমিয়ার লীগ) স্বীকৃতি পাওয়ার পর প্রথম। এবারের লীগে ১৬ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ৩৮ পয়েন্ট। আসরে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ। সমান ম্যাচে কিংস ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। এক ম্যাচ কম খেলে আবাহনীর পয়েন্টও ২৮।