খেলা
প্রশংসায় সিক্ত বৈভবকে ধোনির পরামর্শ
স্পোর্টস ডেস্ক
২২ মে ২০২৫, বৃহস্পতিবারইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ভুলে যাওয়ার মতো এক মৌসুম পার করেছে চেন্নাই সুপার কিংস। নিজেদের ফ্র্যাঞ্চাইজি ইতিহাসে সবচেয়ে বেশি হার দেখে ফেলেছে মহেন্দ্র সিং ধোনির দল। তাদের সবশেষ হারটা মঙ্গলবার, রাজস্থান রয়্যালসের বিপক্ষে। সেই দলে খেলছেন আইপিএলে নিজের অভিষেক মৌসুমেই তোলপাড় করে দেয়া তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। শেষ ম্যাচেও ক্রিকেট ভক্তদের মাঝে মুগ্ধতা ছড়িয়েছেন এই ১৪ বছর বয়সী ক্রিকেটার। চেন্নাই-রাজস্থান ম্যাচে ক্রিকেটের বাইরেও দেখা মিলল অনন্য এক দৃশ্যের। আইপিএলের সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় ধোনির (৪৩) বিপক্ষে খেললেন এবারের মৌসুমে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় সূর্যবংশী। মাঠের লড়াইটা জিতেছেন বৈভবরাই। যদিও প্লে অফের দৌড়ে আগেই ছিটকে পড়েছে চেন্নাই আর রাজস্থান। এদিন চেন্নাইয়ের ৮ উইকেটে ১৮৭ রানের জবাবে ৩৩ বলে ব্যক্তিগত সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন বৈভব। অভিষেক মৌসুমে ২৪ ছক্কা হাঁকিয়ে গড়েছেন এক মৌসুমে ২০ বছরের কম বয়সী ব্যাটারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ ছয়ের রেকর্ড। মাঠের লড়াইয়ে ৬ উইকেটে জয়ের পর মনও জিতেছেন সূর্যবংশী। ম্যাচ শেষে দু’দলের ক্রিকেটাররা হাত মেলানোর সময় চেন্নাই অধিনায়ক ধোনির পা ছুঁয়ে প্রণাম করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় প্রশংসায় ভাসছেন এই তরুণ ক্রিকেটার। এমন দৃশ্যে মুগ্ধতা খুঁজে পেয়েছেন অনেকেই। সে সময় ধারাভাষ্যে ছিলেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার, বললেন, ‘ছেলেটি সম্মান দেখিয়ে সিনিয়র আরেকজন ক্রিকেটারের পা ছুঁল। দারুণ আচরণ।’ অবশ্য ধোনি শুধু সম্মানই নেননি, তরুণদের উদ্দেশ্যে দিয়েছেন পরামর্শও। আরেক ধারাভাষ্যকার ইয়ান বিশপের প্রশ্নের উত্তরে ভবিষ্যৎ এই তারকা ক্রিকেটারদের দিয়েছেন আরও বড় হওয়ার মন্ত্র। তিনি বলেন, ‘তাদের ধারাবাহিকতা ধরে রাখতে চেষ্টা করতে হবে। শুধু ২০০+ স্ট্রাইক রেটের দিকে তাকিয়ে থাকলে এটি কঠিন হয়ে পড়বে। ওদের ছক্কা মারার ক্ষমতা আছে। প্রত্যাশা বাড়লে মাথায় চাপ নেয়ার প্রয়োজন নেই। সিনিয়র খেলোয়াড় ও কোচিং স্টাফদের থেকে শেখা উচিত। যারা ভালো করছে, তাদের জন্য এটিই আমার পরামর্শ।’