খেলা
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে সেঞ্চুরি আক্ষেপ নাঈমের
স্পোর্টস ডেস্ক
(১ দিন আগে) ২১ মে ২০২৫, বুধবার, ৭:৩৯ অপরাহ্ন

ঢাকায় দ্বিতীয় টেস্টে ব্যাট হেসেছে নাঈম শেখের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আজ নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৮২ রানের ইনিংস খেলেছেন এই টাইগার ব্যাটার। খুব কাছ থেকে এনামুল হক বিজয় ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন সাইফ হাসান। প্রথম দিনে আজ ৫৭.৩ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৫।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দুই ওপেনার নাঈম ও বিজয় মিলে গড়েন ১৩০ রানের জুটি। ব্যক্তিগত ৪৮ রানে জ্যাকারি ফোকসের বলে উইকেটকিপার মিচ হে’র কাছে ক্যাচ দিয়ে ফেরেন এই অভিজ্ঞ টাইগার ব্যাটার। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ করে ফেরেন নাঈমও। ১৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় সাজানো নাঈমের ৮২ রানের ইনিংস। তৃতীয় উইকেটে সাইফ হাসান ও জাকির হাসান মিলে গড়েন ৪৪ রানের জুটি। ব্যক্তিগত ১৬ রানে ফেরেন জাকির। এরপর বৃষ্টির হানায় খেলা বন্ধের এক ওভার আগে ব্যক্তিগত ৫১ রানে ফেরেন সাইফও। ব্যক্তিগত ১৬ রানে ক্রিজে আছেন অমিত হাসান। অপর প্রান্তে আছেন মাহিদুল ইসলাম অঙ্কন (১)।