অনলাইন
ন্যাশনাল হেরাল্ড মামলা
গান্ধী পরিবারের প্রাপ্তি ১৪২ কোটি, আদালতে জানাল ইডি
মানবজমিন ডিজিটাল
(১০ ঘন্টা আগে) ২১ মে ২০২৫, বুধবার, ১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৯ অপরাহ্ন

ভারতের ন্যাশনাল হেরাল্ড দুর্নীতি মামলায় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আর্থিক তছরুপের গুরুতর অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বা ইডি। তদন্তকারী সংস্থার দাবি, ওই মামলায় সোনিয়া ও রাহুল দু’জনে ১৪২ কোটি টাকার অবৈধ আর্থ লাভ করেছেন, যা “প্রোসিডস অফ ক্রাইম” বা অপরাধলব্ধ সম্পত্তির মধ্যে পড়ে। ইন্ডিয়া টুডের খবর মোতাবেক, ইডির পক্ষে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি আদালতকে বলেন যে, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত অভিযুক্তরা "অপরাধের অর্থ উপভোগ করছিল", যখন কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হেরাল্ডের সাথে যুক্ত ৭৫১.৯ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে। ইডির বিশেষ আইনজীবী জোহেব হোসেন ব্যাখ্যা করেছেন যে অপরাধের অর্থ কেবল নির্ধারিত অপরাধ থেকে প্রাপ্ত সম্পত্তিই নয়, বরং এর সাথে অন্য অপরাধমূলক কার্যকলাপও সম্পৃক্ত ।
হোসেন আরও বলেন যে, ‘পূর্বনির্ধারিত অপরাধের বিচার ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, সুমন দুবে এবং স্যাম পিত্রোদা বিশ্বাসভঙ্গ করেছেন। গান্ধীরা (সোনিয়া এবং রাহুল) ইয়ং ইন্ডিয়ানের ৭৬% মালিক ছিলেন।’ তিনি আরও বলেন যে অ্যাসোসিয়েটেড জার্নালস লিমিটেড (এজেএল) কে ৫০ লক্ষ টাকা দিয়ে ইয়ং ইন্ডিয়ান ৯০.২৫ কোটি টাকা আয় করেছে। তাছাড়া, কেন্দ্রীয় সংস্থা আদালতকে জানিয়েছে যে ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধী, স্যাম পিত্রোদা, সুমন দুবে এবং অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের একটি 'প্রাথমিক' মামলা তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থা আরও উল্লেখ করেছে যে গান্ধী পরিবার অপরাধের অর্থ অর্জনের সময় তা পাচারও করেছে। বিচারক ইডিকে এই মামলায় চার্জশিটের একটি কপি বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীকে সরবরাহ করতেও বলেছেন, যার অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থা বর্তমান মামলাটি দায়ের করেছে।
সূত্র : বিজনেস টুডে