অনলাইন
ঢাবি ছাত্র সাম্য-তোফাজ্জল হোসেন হত্যা
প্রত্যেক পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৩৮ পূর্বাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫), ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র আবু বকর সিদ্দিক ও মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন এবং প্রত্যেকের পরিবারকে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে।
গতকাল বুধবার ই-মেইলে সংশ্লিষ্টদের এ নোটিশ পাঠানো হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি (প্রশাসন), প্রো-ভিসি (শিক্ষা) ও রেজিস্ট্রার, প্রক্টর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পুলিশের আইজিপি ও র্যাবের ডিজিকে বিবাদী করে এই নোটিশ পাঠানো হয়।
সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার সোলায়মান তুষার, ব্যারিস্টার মাহদী জামান (বনি), অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন, অ্যাডভোকেট নাইম সরদার (অয়ন) ও অ্যাডভোকেট শাহেদ সিদ্দিকী এ নোটিশ পাঠান।
এতে বলা হয়, বিবাদীদের ব্যর্থতার কারণেই গত ১৩ মে ঢাকা বিশ্ববিদ্যালেয়য়ের মেধাবী ছাত্র শাহরিয়ার সাম্য (২৫), ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেন ও ২০১০ সালের ৩ ফেব্রুয়ারি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবু বকর সিদ্দিক নিহত হয়েছেন। বিবাদীরা এ দায়ভার এড়াতে পারেন না।
এসব মৃত্যুর কারণ উদঘাটনে একটি বিচার বিভাগীয় কমিশন গঠন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে ৫০ কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে বলা হয় ওই নোটিশে।