ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান-স্থাপনা

স্টাফ রিপোর্টার

(৮ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৫ অপরাহ্ন

mzamin

গুঁড়িয়ে দেয়া হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের অবৈধ দোকান ও স্থাপনা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক এলাকা দিয়ে এই উচ্ছেদ অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি)।

উচ্ছেদ অভিযান এখনো চলছে। ইতিমধ্যে কয়েকশ দোকানপাট-স্থাপনা গুঁড়িয়ে দেয়া হয়েছে। ডিএনসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালিত হচ্ছে।

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন শাহরিয়ার। তিনি বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

এই ঘটনার পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনার মুখে উদ্যানের নিরাপত্তা জোরদারে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সরকার। এটির অংশ হিসেবে আজ সকাল থেকে উদ্যানে উচ্ছেদ অভিযান শুরু করে ডিএনসিসি।

এই প্রেক্ষাপটে গতকাল বুধবার রাতে ঢাবি প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি সভা হয়। এতে রাত আটটার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গতকাল তার ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানান।

পাঠকের মতামত

সোহরাওয়ার্দী উদ্যান এলাকা মাদকাসক্ত, মাদকদ্রব্য ব্যবসায়ী, মাদকের মধ্যসত্বভোগী এবং মাদকের পৃষ্ঠপোষক বামপন্থী রাজনৈতিক সংগঠন ও চারুকলার বিকৃতরুচির বোহেমিয়ান তরুণ-তরুণীর অবাধ বিচরণ আর ভ্রাম্যমাণ পতিতা মুক্ত করা হলে ঢাবিসহ হাইকোর্ট, শাহবাগ, বেইলি রোড, ফুলবাড়িয়া, চাঁনখারপুল এবং সংলগ্ন সকল এলাকার সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ছিনতাইসহ অধিকাংশ অপরাধ ও অসামাজিক কার্যকলাপ দ্রুত কমে যাবে।

Tamzid
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:৪৬ অপরাহ্ন

Good job done.Clean Dhaka City immidiately.

SM.Rafiqul Islam
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৫ অপরাহ্ন

আজ পরিষ্কার কাল সংস্কার (পূর্ববৎ) এমন যেন না হয়। বহু বার ঢাকার ফুটপাত হকার উচ্ছেদ হয়েছে আবার দু দিন পর যথা তথা এমন না হয়।

নূর মোহাম্মদ এরফান
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:১৪ অপরাহ্ন

এই পার্ককে নেশার আড্ডা বানিয়ে ফেলা তথাকথিত প্রগতিশীল বহিরাগত মাদকসেবীরা জন্য জুলাই যোদ্ধা সাম্যকে সামান্য কারনে হত্যা করেছে।

রাগিব
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৫:০২ অপরাহ্ন

পরিষ্কার করে ফেলুন। ঢাকা শহরের সকল জনসভা এবং কর্মসূচি রাস্তা বন্ধ না করে এখানে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ও নিরাপরওআয় করার ব্যবস্থা করা যেতে পারে।

No name
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৪:৩৬ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status