ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

ঢাকায় তারুণ্যের সমাবেশ

সিলেট বিভাগীয় সমন্বয়ক জাকির, সহ-সমন্বয়ক মকসুদ ও মাহবুব

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

(৫ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৬:২৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৪৭ অপরাহ্ন

mzamin

নতুন দায়িত্ব পেলেন মৌলভীবাজারের জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল। ঢাকায় অনুষ্ঠিতব্য ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ সফলে সিলেট বিভাগের সমন্বয়ক তিনি। আগামী ২৭ ও ২৮মে রাজধানী ঢাকায় কর্মসূচি দুটি অনুষ্ঠিত হবে। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের উদ্যোগে এসব সেমিনার এবং সমাবেশ আয়োজন করা হচ্ছে। সিলেট বিভাগের জেলা ও মহানগরসহ নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করার জন্য যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবুল মোনায়েম মুন্না মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তাকে এই দায়িত্ব দিয়েছেন। পাশাপাশি সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে সহ-সমন্বয়ক (১) এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানকে সহ-সমন্বয়ক (২) এর দায়িত্ব দেওয়া হয়েছে। যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়ার ১৫ই মে স্বাক্ষরিত একপত্রে এই দায়িত্ব দেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক ভাবনা শীর্ষক সমাবেশ সফল করতে সিলেট বিভাগের মহানগর ও জেলা সমূহের সঙ্গে সমন্বয় করবেন। জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার। জাকির হোসেন উজ্জ্বল নব্বইয়ের দশকে ছাত্রদলের একজন কর্মী হিসেবে ছাত্ররাজনীতি শুরু করেন। এই দীর্ঘ সময়ে তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রতিনিধি, কলেজ জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি। বর্তমানে মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status