ঢাকা, ১৬ মে ২০২৫, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে মউশিক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

(৫ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৭:৫১ অপরাহ্ন

mzamin

মসজিদভিক্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে ৬ মাসের বকেয়া বেতনসহ ৩ দফা দাবিতে প্রথম দিনের কর্মসূচি পালন শেষে আগামী শনিবার (১৭ মে) একই কর্মসূচি পালন করবে মউশিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালযের সামনে দুপুর থেকে বিকাল পর্যন্ত এ কর্মসূচি পালনের পর ইফার কার্যালয়ে ছেড়েছেন তারা। দুপুর থেকে মউশিক ঢাকা বিভাগীয় কার্যলয়ের আয়োজনে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যলয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এতে ব্যানার ফেস্টুনসহ শত শত শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। এ সময় ৩২ বছর ধরে চলমান এই প্রকল্পটিতে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সিদ্ধান্তে হাজারো শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অনিশ্চিয়তায় দিন কাটাচ্ছেন। এবং ৮ম প্রকল্প নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা।
৩ দফা দাবি:-জানুয়ারী থেকে জুন পযর্ন্ত বকেয়া বেতন-ভাতা পরিশোধ, ৭ম পর্যায়ে সকল কর্মকর্তা-কর্মচারীদের ৮ম পর্যায় বহাল রাখতে হবে, সকল কর্মকর্তা-কর্মচারীদের রাজস্বখাতে স্থানান্তার করতে হবে, ঈদের আগে ৩ দফা দাবি আদায় না হলে ৮০ হাজার শিক্ষক-কেয়ারটেকার ও কর্মকর্তা-কর্মচারীরা লাগাতার কমৃসূচি চালিয়ে যাবে। সব শেষ আগামী শনিবার সকালে পরিকল্পনা মন্ত্রনালয় কার্যালয়ের সামনে একইভাবে অবস্থান কর্মসূচি ঘোষণা করে মউশিক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-কেয়ারটেকার ঐক্য পরিষদ।
 

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status