অনলাইন
ভারতের পররাষ্ট্র মন্ত্রীর হুঁশিয়ারি
পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ না করলে সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(২ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৯:৪৮ অপরাহ্ন

পাকিস্তান সত্যি-সত্যি এবং স্থায়ীভাবে আন্তঃসীমান্ত সন্ত্রাস বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর এই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, কাশ্মীর নিয়ে (পাকিস্তানের) সঙ্গে একটি মাত্র বিষয় নিয়ে আলোচনা করার বাকি রয়েছে । ভারতের অংশকে অবৈধভাবে পাকিস্তান-অধিকৃত কাশ্মীর হিসেবে রাখা হয়েছে। সেটা ছেড়ে দিতে হবে (ইসলামাবাদকে)। সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে আমরা রাজি আছি।
পাকিস্তান নিয়ে তৃতীয় পক্ষের যে মাথা গলানোর কোনও প্রয়োজন নেই, তা এদিন বুঝিয়ে দিয়েছেন এস জয়শংকর। বৃহস্পতিবার নয়াদিল্লিতে হন্ডুরাসের দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্র মন্ত্রী স্পষ্ট করে বলেন, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং লেনদেনের বিষয়টি পুরোপুরি দ্বিপাক্ষিক ব্যাপার। এটা সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক বিষয়। এই বিষয়টি নিয়ে বছরের পর বছর ধরে জাতীয় ঐক্য রয়েছে। আর তাতে কোনওরকম পরিবর্তন করা হচ্ছে না।' সেইসঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র সন্ত্রাসবাদ এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীর নিয়ে আলোচনা হবে।