অনলাইন
নরসিংদীতে তাঁতীদলের নেতার ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
নরসিংদী প্রতিনিধি
(৪ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ৮:৩৬ অপরাহ্ন

নরসিংদীতে তাঁতীদলের রায়পুরা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শেখ আলমগীর হোসেন ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। নরসিংদী জেলা তাঁতীদলের আয়োজনে নরসিংদী প্রেসক্লাবের ৪র্থ তলায় নরসিংদী জেলা সাংবাদিক সমিতির কার্যালয়ে ১৫ই মে বৃহস্পতিবার বিকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের সভাপতি হুমায়ুন কবির কামাল, সাধারণ সম্পাদক আলাউদ্দিন প্রধান, দফতর সম্পাদক ইসমাঈল হোসেন, প্রচার সম্পাদক বশির আহম্মদ মোল্লা, সহ-প্রচার সম্পাদক লিটন মিয়া, নরসিংদী শহর তাঁতীদলের আহবায়ক মানিক মিয়া, সদস্য মো. আলমগীর হোসেন, রায়পুরা উপজেলা তাঁতীদলের আহবায়ক হরমুজ মোল্লা, রায়পুরা উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, রায়পুরা উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন স্বপন, আলমগীর হোসেন প্রমুখ। এসময় সংবাদ সম্মেলনে জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন, ‘রায়পুরা প্রশাসন যদি তাদের দায়িত্ব যথাযথ পালন করতো তাহলে হয়তো রায়পুরায় এমন ন্যক্কারজনক ঘটনা ঘটতোনা। এই ঘটনার মূল হলো ইয়াবা-মাদক ব্যাবসা। এদের দ্রুত আইনের আওতায় আনা প্রয়োজন। এই হামলার তীব্র প্রতিবাদ করছি এবং সেই সাথে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।’ জেলা তাঁতীদলের সভাপতি মো. হুমায়ুন কবির কামাল তার বক্তব্যে হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ মাদক সেবী ও মাদক কারবারি মিলে সমাজটাকে নষ্ট করছে। ৫ আগস্টের পরে আমরা মনে করেছিলাম, দেশ নেশা মুক্ত হবে। কিন্তু আমরা কি দেখছি? দেশের রাজনীতিবিদরা কাজের অসঙ্গতি তুলে ধরে সমাজ সংস্কারে ভূমিকা রাখে। তারাই যদি হামলার শিকার হয় এটা মানা কষ্টকর। আমরা এই হামলার নিন্দা জানাই।’