অনলাইন
ইশরাককে মেয়র হিসেবে শপথের দাবি, শনিবার থেকে নতুন কর্মসূচি
স্টাফ রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ২:৪৩ অপরাহ্ন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও কর্মবিরতির পর শনিবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকরা। বৃহস্পতিবার বিক্ষোভকারীদের পক্ষে সাবেক সচিব মশিউর রহমান এ ঘোষণা দেন।
কর্মসূচি ঘোষণা দিয়ে মশিউর রহমান বলেন, ‘আগামী শনিবার আমরা শান্তিপূর্ণভাবে নগরভবনে অবস্থান নেবো, সেখান থেকে আমরা প্রেস ক্লাব যাবো, প্রেস ক্লাব হয়ে সচিবালয় হয়ে পুনরায় আবার নগর ভবনে আসবো।’
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে তার সমর্থকরা। কর্মসূচির অংশ হিসেবে আজ তারা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করে। এতো নগর ভবনে সিটি করপোরেশনের সকল কাজ বন্ধ থাকে। ওদিকে, নগর ভবনে প্রবেশপথগুলো বন্ধ করে দিলে ওই ভবনে থাকা সরকারের স্থানীয় সরকার বিভাগের কার্যক্রম ও বন্ধ হয়ে যায়। তবে ওই বিভাগের কার্যক্রম পরিচালিত হয় সচিবালয় থেকে।
ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
পাঠকের মতামত
নতুন নেতৃত্ব হিসেবে ইশরাক হোসেনের শুরুটা যেন ভাল হয়, দোয়া রইলো।
অপেক্ষা না করে বিএনপির এমন ফাও খাওয়ার হঠকারী দাবি বিতর্কিত এবং বিরক্তিকর।
বিচার বিভাগের সিদ্ধান্ত দেয়ার পর অবশ্যই উচিত হবে তাকে তার পর্যায় ফেরানোর দেওয়া দ্রুততার সাথে তা না হলে বিএনপি অযথা নানান রকম বোকা ষড়যন্ত্র খেলতেই থাকবে।