অনলাইন
শ্রমিক পাচার তদন্ত প্রত্যাহারে বাংলাদেশকে অনুরোধ মালয়েশিয়ার
স্টাফ রিপোর্টার, মালয়েশিয়া
(৮ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১:০৬ অপরাহ্ন
মার্কিন যুক্তরাষ্ট্রের মানব পাচার সংক্রান্ত বার্ষিক প্রতিবেদনে মালয়েশিয়ার রেটিং উন্নত করার জন্য দেশটির সরকার বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমিক অভিবাসনে অনিয়মের ‘ভিত্তিহীন অভিযোগ’ পর্যালোচনা ও প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে।
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব জেনারেল আজমান বিন মোহাম্মদ ইউসুফ গত ২৩ এপ্রিলের এক চিঠিতে লিখেছেন, ‘মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগ, যার অধিকাংশই ভিত্তিহীন। এটি মালয়েশিয়ার সুনামকে ক্ষতিগ্রস্ত করেছে।’ আন্তর্জাতিক গণমাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে এমনটিই বলা হয়েছে।
ব্লুমবার্গ নিউজ ওই চিঠির একটি অনুলিপি দেখেছে, যা বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নেয়ামত উল্লাহ ভূঁইয়ার কাছে পাঠানো হয়েছে। চিঠির সত্যতা নিশ্চিত করেছেন একজন কর্মকর্তা, যিনি বিষয়টি অবগত।