অনলাইন
ঢাবি ছাত্রদল নেতা হত্যা
উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(৮ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:০০ অপরাহ্ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ শুরু হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় ‘বিচার চাই বিচার চাই, ছাত্র হত্যার বিচার চাই’; ‘নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার’; ‘অ্যাকশান অ্যাকশান, ডাইরেক্ট অ্যাকশান’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সাম্যকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহরিয়ার আলম সাম্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
নিহতের সহপাঠী মো. রাফি বলেন, ‘রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশ দিয়ে বাইকে করে যাওয়ার সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগে। পরে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সাম্যকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাঠকের মতামত
রাত ১২টায় সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রের কী কাজ? বাইকে সংঘর্ষ বাঁধিয়ে মারামারি করে কেউ মরলে তার দায় ভিসি নেবেন কেন?
আমরা তীব্র নিন্দা জানাই এর ব্যবস্থা নেওয়া। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তদারকি আরো বাড়াতে হবে নজরদারি বাড়াতে হবে ইত্যাদি ।কোথায় কোথায় ভিসির প্রভিসির পদত্যাগের যথেষ্ট সন্দেহের কারন আছে।
আমরাও বিচার চাই, কিন্তু ভিসির পদত্যাগ চাওয়াতে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে!!!
VC should go like KUET and Barisal.
দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের শাস্তির আওতায় আনার জানাচ্ছি । তবে কোন তদন্ত ছাড়ায় ভিসি স্যারের পদত্যাগ চাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে ।
সরি, রাত ১২ টায় sorwardhi উদ্যান এ কাউকে পাহারা দেওয়া কার দায়িত্ব? যে কোনো হত্যার আসামি কে গ্রেপ্তার করে বিচার এর আওতায় আনতে হবে। সঠিক বিচার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।
কথা কাটাকাটিতে মৃত্যু কোনভাবেই কাম্য নয়, কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান তো ঢাকা বিশব্বিদ্যালয়ের ক্যাম্পাস নয়। এখন ঢাকা বিশব্বিদ্যালয়ের কোন শিক্ষার্থী কোথাও মৃত্যু বরণ করলে ভিসিকে কে পদত্যাগ করতে হবে? বোধগম্য হলো না। এটার সুষ্ঠ বিচার পাওয়া যাবে মহামান্য আদালতে। ভিসি পদত্যাগ করলে বিচার হয়ে যাবে?