অনলাইন
কানাইঘাট সীমান্তে শিশুসহ ১৬ নারী-পুরুষ আটক
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
(৫ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৪:৫১ অপরাহ্ন

সিলেটের কানাইঘাটের খারাবাল্লা সীমান্তে পুশব্যাকের সময় ১৬ নারী পুরুষকে আটক করেছে বিজিবি। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
বিজিবি জানায়, আটককৃতরা বাংলাদেশের নাগরিক। তারা দীর্ঘ দিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিলেন। সকালে বাংলাদেশের আটগ্রাম সীমান্ত দিয়ে ঢুকার সময় তাদের আটক করা হয়। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তাদের কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবি’র সদস্যরা। এর আগে পাকিস্তান-ভারত উত্তেজনার সময় মৌলভীবাজার সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশের নাগরিককে পুশব্যাক করে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ।
পাঠকের মতামত
লে হালুয়া।ভারতে পুশব্যাক না করে আটক করলেও তো তারা বাংলাদেশেই থাকছে।পুশইন আর আটক তো একই হলো।'বাংলাদেশের নাগরিককে পুশব্যাক করে ভারতের সীমান্ত রক্ষী বিএসএফ।'এখানে 'পুশব্যাক' না হয়ে শব্দটা হবে পুশইন।