অনলাইন
এক দফা দাবি
শাহবাগে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ
স্টাফ রিপোর্টার
(৬ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:১৫ অপরাহ্ন

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির শিক্ষার্থীরা। বুধবার দুপুর ২ টার দিকে এ অবরোধ শুরু করেন তারা। ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের দাবিতে এই কর্মসূচি। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এ সময় শাহবাগ হয়ে রাজধানীর বিভিন্ন সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ বিভিন্ন স্লোগান দেয়া হচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, তাদের দাবি ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান দিতে হবে। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন।
পাঠকের মতামত
দাবি দাবি আর দাবি,এ কেমন অবস্থা, অন্তর্বর্তী সরকার যদি খালি দাবি মেটাতে ব্যাস্ত থাকে তবে দেশের মূল কাজগুলো করবে কোন সময়। আমার মতে অন্তর্বর্তী সরকার একটি অর্ডিন্যান্স জারি করুক যে আমরা অর্থাৎ অন্তর্বর্তী সরকার এসেছি দেশে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি গনতান্ত্রিক সরকার গঠন করে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সুতরাং আপনাদের যত দাবি আছে সব নির্বাচিত সরকার পুর্ন করবে। আমাদের আমলে আর কোন দাবি দাওয়ার আওয়াজ তোলা যাবে না। তাই এই অর্ডিন্যান্স জারি করা জরুরি মনে করছি।
বর্তমান দেশের রাজনৈতিক নাজুক পরিস্থিতিতে তাদের দাবিগুলো অযৌক্তিক তাদেরকে পেটানো হোক। এ সরকারের দায়িত্ব হচ্ছে দেশকে স্থিতিশীল করে সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করা, এগুলো পরবর্তীতে রাজনৈতিক সরকার আসলে তাদের কাছে এ সমস্ত দাবি করা উচিত। এখন দয়া করে আপনার রাস্তা থেকে চলে যান।
আল্লাহর ওয়াস্তে শাহবাগ নামের জায়গাটি ঢাকা শহর থেকে তুলে অন্য জায়গায় নিয়ে যান।
তাদের এই ডিগ্রি নয়, MBBS ডাঃ ডিগ্রি - এর সমমান দেওয়া হোক।
সরকারের উচিত উন্নয়নের ধারাবাহিকতা, স্থিতিশীলতা রক্ষায় অনতিবিলম্বে এবং এখনই সকল ধরনের রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল মিটিং নিষিদ্ধ করা।
সময় এসেছে ডিপ্লোমা বাদ দেয়ার।
ডিগ্রি তো আছেই ডিপ্লোমা নার্সিং আবার আর কি চাই মানে ক্লাস ফাইভ পাশ করলে তাকে বলতে হবে নাকি যে সে বিএসসি গ্রেজুয়েট বি এ গ্রাজুয়েট ইত্যাদি। ষড়যন্ত্র ফাজলামি রেখে রাজনৈতিক মদের এই সমস্যা ফাঁদে পা দিয়ে চাকরি এবং মান সম্মান নষ্ট করার চেষ্টা করবেন না। সরকারি বছর পদক্ষেপ নেওয়া উচিত।
Eta ki moger mulluk???
এরপর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দাবি করবে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্ৰি দেয়া হোক।
এই দাবি যদি মানা হয় তবে ডিগ্রি(পাস) কোর্স ধারীরা দাবি করবে তাদের অনার্স সমমান করে দেয়ার জন্য, আর অনার্স কোর্স ধারীরা দাবি করবে মাস্টার্স সমমান করে দেয়ার জন্য। এভাবেই চলতে থাকবে
একেবারে PHD ডিগ্রি দিলে ভাল হয়।
যোগ্যতাকে বিবেচনায় নিয়ে উচ্চতর কমিটি গঠনের মাধ্যমে যাচাই বাচাই এর মাধ্যমে দেওয়া প্রয়োজন।
রিক্সাওয়ালাদেরও ডিগ্রি সমমান দিতে হবে
ডিগ্রি নয়, একবারে মাস্টার্স -এর সমমান দেয়া হোক।