অনলাইন
ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
(১০ ঘন্টা আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৭ অপরাহ্ন

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করছেন হাজারো মানুষ। বুধবার সকাল ৯টার দিকে ডিএসসিসি’র প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন তারা।
বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ডিএসসিসি’র মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।
বিক্ষোভকারীরা বলছেন, ‘এখন পর্যন্ত ইশরাকের শপথ গ্রহণের ব্যবস্থা নেয়া হয়নি। তাই তাকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে আজ বিক্ষোভ করছেন।’
ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।