অনলাইন
ঢাবি ছাত্রদল নেতা সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ১৪ মে ২০২৫, বুধবার, ১১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৭ অপরাহ্ন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে এ তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’
এর আগে এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী ছিলেন। স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন তিনি।
পাঠকের মতামত
সারোয়ারদী উদ্যানে রাত দশটার পর প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া হোক। সবার নিরাপত্তার জন্যই বিষয়টি অতীব জরুরী।