ঢাকা, ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

অনলাইন

মেয়র হিসেবে শপথের দাবি

ইশরাক সমর্থকদের অবস্থানে নগর ভবন অবরুদ্ধ

স্টাফ রিপোর্টার

(৯ ঘন্টা আগে) ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১০:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৮ অপরাহ্ন

mzamin

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথের দাবিতে নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন গেইট অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা।

এর ফলে সকাল থেকে কর্মকর্তা-কর্মচারীরা নগর ভবনে ঢুকতে পারছেন না। বিভিন্ন সেবা নিতে আসা নাগরিকরাও ভোগান্তিতে পড়ছেন।

সরজমিন দেখা গেছে, গুলিস্তানের গোলাপশাহ মাজার থেকে নগরভবনের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন বিক্ষোভকারীরা। পরে সড়ক থেকে বিক্ষোভকারীরা সরে আসলে সচল হয় যান চলাচল। সড়কের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বিক্ষোভকারীরা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সতের বছর শাসন করা আওয়ামী লীগকে আমরা রাজপথে নেমে সরিয়ে দিয়েছি। আপনাদের সরাতেও এক মুহূর্তও লাগবে না।’

এ সময় তারা ‘জনগণের ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘অনির্বাচিত প্রশাসক বসানোর পায়তারা, রুখে দিবে ঢাকা দক্ষিণ সিটির জনতা’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ইশরাক হোসেনকে ডিএসসিসি মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ‘ঢাকাবাসী’ ব্যানারে বুধবার নগর ভবন প্রাঙ্গণে বিক্ষোভ করে কয়েকশ মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭শে এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

ইশরাক প্রয়াত বিএনপি নেতা ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

পাঠকের মতামত

আদালত, নির্বাচন কমিশন রায় দেবার পর ও ইন্টেরিম এত টালবাহানা করতেছে কেনো?

BB
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১২:৫১ অপরাহ্ন

বাহ দারুণ এক ব্যাপার।এখানে বিএনপি যদি সফল হয় তবে বিএনপির উচিত হবে সেনা সমর্থিত ডঃ ফখরুদ্দীন আহমদ (২০০৭ সাল)এঁর শাসন কে অবৈধ ঘোষণা করতে আদালতে মামলা ঠুকে দেওয়া।জিতে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে অহেতুক নির্বাচনের দরকার আছে কি।

নাম প্রকাশে অনিচ্ছুক
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৪৮ পূর্বাহ্ন

সারা দেশের সব কিসু বন্ধ করেশুধু অবস্থান কর্মসূচি পালন করা হোক। দুনিয়ার সবচেয়ে অসহিংশু জাতি আমরা ।এই সরকার যেনো আলাদ্দিন এর চেরাগ নিয়ে বসছে, শুধু মানুষের আবদার পূরণ করবে।আমাদের দেশের মানুষের জন্য দরকার আয়না ঘর।

Riaz
১৫ মে ২০২৫, বৃহস্পতিবার, ১১:৩০ পূর্বাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

অনলাইন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status