ঢাকা, ১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৪ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নোয়াখালীতে প্রকল্পের মাটি বিক্রির নামে নিরীহ মানুষের বাড়িঘর ধ্বংসের অভিযোগ

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে
১৩ মে ২০২৫, মঙ্গলবার

নোয়াখালীর জয়াগ ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড কেগনায় সরকারি বাস্তুহারা প্রকল্পের মাটি কেটে বিক্রির নামে নিরীহ মানুষের বাড়িঘর ধ্বংসের অভিযোগ উঠেছে। সোমবার (১২ই মে) সকালে জেলা শহর মাইজদী ইউরো শপিং কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলন এমন অভিযোগ করেন ভুক্তভোগী হেদায়েত উল্যাহ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, ইউএনও অফিসের সিএ আবদুল মতিন, স্থানীয় মাটি মতিন ও হাসেম আমাকে ভয়ভীতি দেখিয়ে আমার বসতঘরসহ আশপাশের জায়গার মাটি জোর করে কেটে নিয়ে যায়। এতে আমার ঘর যে কোনো সময় ধসে পড়তে পারে। তিনি প্রশাসনের কাছে মাটিখেকোদের কিশোর গ্যাং, নারী ও ইয়াবা ব্যবসাসহ ছিনতাই, অপহরণসহ এন্তার অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন, প্রতিবেশী আবু তালেব, মো. স্বপন, আব্দুর রহিম। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার বলেন, কেগনা আশ্রয়ণটা হচ্ছে সরকারি খাস জমি। আশ্রয়ণ প্রকল্পটা যেখানে হয়েছে সেখানে একটি পুকুর আছে। পাশে ছোট একটি পরিবার থাকে। ওখানে কিছু খালি খাস জায়গা আছে। ওই জায়গার মাটি থেকে নিয়ে আমরা পরিবারগুলোর জন্য কবরস্থান ও শ্মশান নির্মাণ করতেছি। ইউএনও আরও বলেন, সরকারি খাস জমির মাটি সরকারি খাস জমিতে ফেলে কবরস্থান এবং শ্মশান বানানো হচ্ছে। যিনি সংবাদ সম্মেলন করেছেন তিনি নিজেই কেগনা আশ্রয়ণ প্রকল্পের সেখানে একটি দোকান ঘর নিয়ে দোকানদারি করেন। তিনি নিজেই সেখানে অবৈধভাবে থাকতেছেন। সংবাদ সম্মেলন কি জন্য করেছেন আমি জানি না। আব্দুল মতিন এটার সঙ্গে জড়িত নেই। এটা পিআইও’র একটা প্রকল্প দিয়ে কাজটা করা হচ্ছে। ওকে আমি তুলে দেবো। ওখানে সে অবৈধ ভাবে দোকানদারি করছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status