খেলা
জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন কিশোরগঞ্জ
স্পোর্টস রিপোর্টার
(৯ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ৬:৪৯ অপরাহ্ন

৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। কক্সবাজার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানে হারিয়েছে কিশোরগঞ্জ। প্রথম ইনিংসে কিশোরগঞ্জের ২৪৪ রানের জবাবে ৮২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। ১৬২ রানের লিড পাওয়া কিশোরগঞ্জ দ্বিতীয় ইনিংসে করে ১৭৪ রান। কিশোরগঞ্জের হয়ে প্রথম ইনিংসে জাহিদুজ্জান ৪১ আর অধিনায়ক রেদোয়ান সিয়াম করেন ৪৫ রান। কুমিল্লার হয়ে ৩টি করে উইকেট নেন স্বপন কুমার দে ও আশরাফুল হাসান।
এরপর চতুর্থ ইনিংসে ১৫২ রানে গুটিয়ে যায় কুমিল্লা। কিশোরগঞ্জের হয়ে একাই ৬ উইকেট নেন শরিফুল। এর আগে প্রথম ইনিংসে তার শিকার ১ উইকেট আর ব্যাট হাতে করেন ৩৯ রান। পরের ইনিংসে ব্যাট হাতে রান না পেলেও বল হাতে বাজিমাত করেন তিনি। দুই ইনিংসে ৭ উইকেট আর ৪১ রান করা শরিফুলের হাতে ম্যাচসেরার পুরষ্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।