খেলা
এবার মোহাম্মদ শামিকে খুনের হুমকি দিয়ে মেইল
স্পোর্টস ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২:০২ অপরাহ্ন

এবার ই-মেইলে প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি। একই সঙ্গে দাবি করা হয়েছে এক কোটি রুপি। গত রোববার তিনি এই মেইল পেয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। পরদিন সোমবার উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে একটি এফআইআর করা হয়েছে।
এই এফআইআর প্রসঙ্গে ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এটি করা হয়েছে। কিন্তু এই এফআইআর নিবন্ধিত হয়েছে শামির ভাই হাসিবের পক্ষ থেকে। সেখানে হুমকিদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে রাজপুত সিন্দারের নাম। এই নামের কোনো অজ্ঞাত ব্যক্তিই মেইলটি পাঠিয়েছেন। মেরে ফেলার হুমকির সঙ্গে শামির থেকে এক কোটি রুপিও দাবি করেন এই হুমকিদাতা। এ বিষয়ে ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন ৩৪ বছর বয়সী ডানহাতি পেসার শামি। গত মাসে ভারতীয় কোচ গৌতম গম্ভীরও ই-মেইলের মাধ্যমে মৃত্যুর হুমকি পান। সে ব্যাপারে ইতিমধ্যে তদন্ত করছে দিল্লি পুলিশ, একই সঙ্গে গম্ভীরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এ ঘটনার পর ডিসিপি (কেন্দ্রীয়) ভি হর্ষবর্ধন বলেন, ‘আমরা গৌতম গম্ভীরের সঙ্গে সংশ্লিষ্ট একটি ই-মেইল আইডিতে মেইল করে হুমকি দেয়ার অভিযোগ পেয়েছি। ব্যাপারটি তদন্ত করা হচ্ছে। গৌতম গম্ভীর ইতিমধ্যে দিল্লি পুলিশের নিরাপত্তার মধ্যে আছেন।’
মূলত ভারতের কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এই প্রাণনাশের হুমকি পান গম্ভীর। যদিও আগেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। এর আগে ২০২১-এর নভেম্বরে সংসদ সদস্য থাকাকালীনও এমন মেইল পান গম্ভীর।