খেলা
শিষ্যদেরকে ‘ইন্টার’ পরীক্ষা উপভোগের পরামর্শ বার্সা কোচের
স্পোর্টস ডেস্ক
(১৪ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১:২৬ অপরাহ্ন

গুনে গুনে ঠিক এক দশক পর ফের চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ওঠার হাতছানি বার্সেলোনার। ২০১৪-১৫তে শেষবার শিরোপা ঘরে তোলার পর আর কখনও ফাইনালের মুখদর্শন হয়নি স্প্যানিশ জায়ান্টদের। তবে এবারে কাতালান দলটা একটু ভিন্ন। রাফিনহা-ইয়ামালদের কাঁধে ভর করে দুর্দান্ত গতিতে ছুটছে ক্লাবটি। ইন্টার মিলানের মাঠে আজ দ্বিতীয় লেগের পরীক্ষা। ফিরতি লেগকে সামনে রেখে বার্সা বস হান্সি ফ্লিক তার শিষ্যদের ওপর কোনো চাপ সৃষ্টি না করতে চেয়ে শুধুমাত্র ম্যাচটি উপভোগের পরামর্শ দিয়েছেন ।
আজ বাংলাদেশি সময় রাত ১টায় বার্সাকে সান সিরোতে আতিথেয়তা দেবে ইতালিয়ান জায়ান্টরা। আগের লেগে কাতালুনিয়ানদের মাঠ অলিম্পিক স্টেডিয়াম থেকে ৩-৩ গোলের সমতা নিয়ে ফেরে সিমোন ইনজাগির শিষ্যরা। সোমবার সংবাদ সম্মেলনে বার্সা বস ফ্লিকের কাছে জানতে চাওয়া হয়, ম্যাচের আগে খেলোয়াড়দের অনুপ্রেরণা যোগাতে কোনো বক্তৃতা অথবা ভিডিও তৈরির মতো বিশেষ কিছু তিনি করবেন কি না। জবাবে এই জার্মান কোচ বলেন, ‘আগের মতোই। আমাদের কালকের (আজকের) ম্যাচ উপভোগ করতে হবে। এই পর্যায়ে খেলাটাই দারুণ ব্যাপার। আমরা ফাইনালে উঠতে পারি। আমি খেলোয়াড়দের ওপর চাপ সৃষ্টি করতে চাই না, আমাদের উপভোগ করতে হবে। আমি চাই তারা একসঙ্গে থেকে লড়াই করুক।’ বড় ম্যাচগুলোতে স্বাভাবিকভাবেই অভিজ্ঞতার প্রশ্ন উঠে আসে। এমন প্রশ্নে ফ্লিকের উত্তর, ‘আমরা দু’টি শিরোপা (স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে) জিতেছি। প্রত্যেক খেলোয়াড় মাঠে নামলেই উন্নতি করে। এটিই উন্নতির সেরা পরীক্ষা, তারা অনেক কিছু শেখে। এই ম্যাচে চাপ নেয়া নয়, তাদের উচিত উপভোগ করা এবং সতীর্থদের সঙ্গে খেলা। আমরা হাল না ছেড়ে সেরা উপায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।’
সেমির আগের লেগে চোটে পড়ে খেলতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। বার্সার জন্য সুসংবাদ হিসেবে রোববার অনুশীলনে ছিলেন এই পোলিশ স্ট্রাইকার। এই ম্যাচ দিয়েই চোট কাটিয়ে ফিরছেন লেভা। তবে তাকে শুরুর একাদশে দেখা যাবে না বলে জানিয়ে রেখেছেন ফ্লিক।