খেলা
এল ক্লাসিকো’র পরই রিয়ালকে বিদায় জানাবেন আনচেলোত্তি!
স্পোর্টস ডেস্ক
(১৭ ঘন্টা আগে) ৬ মে ২০২৫, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:০২ পূর্বাহ্ন

বেশ ক’দিন ধরেই ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মুখরোচক খবর কার্লো আনচেলোত্তির ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেয়ার প্রসঙ্গ। এ নিয়ে জলঘোলা হয়েছে অনেক। ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সেই সিদ্ধান্ত ভেস্তে যায় রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের হস্তক্ষেপে। কারণ, আনচেলোত্তির অল হোয়াইটদের সঙ্গে চুক্তি আগামী বছরের জুন পর্যন্ত। তবে দ্য অ্যাথলেটিকের সোমবারের প্রতিবেদন অনুযায়ী, নিজেদের ইতালিয়ান কোচকে ছাড়তে রাজি হয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। দুই পক্ষই এ ব্যাপারে মৌখিক সম্মতিতে পৌঁছেছে।
আনচেলোত্তি যে এই জুনেই সেলেসাওদের দায়িত্ব নেবেন, কয়েক সপ্তাহ আগে সে খবর দেয় দ্য অ্যাথলেটিকই। এর ক’দিন পর গ্লোবোর খবরে জানানো হয়, রিয়াল বসের ক্লাব ছাড়ার সিদ্ধান্তে বেঁকে বসেছেন পেরেজ। সব ঠিকঠাকই ছিল। যেহেতু ২০২৬-এর জুন পর্যন্ত তার অল হোয়াইটদের সঙ্গে চুক্তি আছে এবং আনচেলোত্তি এক বছর আগেই চলে যাওয়ার কথা জানিয়েছে, তাই তার বাকি সময়ের অর্থ পরিশোধ করতে বেঁকে বসে রিয়াল মাদ্রিদ। সেই চুক্তি বাতিলের ফি না নিয়ে আনচেলোত্তিও ব্রাজিলের প্লেন ধরতে চাননি। গণমাধ্যমটির খবর অনুযায়ী, কোচ আর ক্লাব মৌখিক সমতায় পৌঁছে গেছেন। আগামী রোববার রিয়াল-বার্সেলোনার এল ক্লাসিকোর পরই বিদায়ের ঘোষণা আসতে পারে। ফিফা ক্লাব বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ১৫ই জুন। অর্থাৎ, তার আগেই বিদায় জানিয়ে দিতে পারেন এই ৬৫ বছর বয়সী কোচ। সবকিছু ঠিকঠাক থাকলে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলোত্তি। কিন্তু রিয়াল তাকে চুক্তি বাতিলের ফি দিয়ে বিদায় করছে, নাকি তিনি কোনো অর্থ না নিয়েই রিয়াল ছাড়তে রাজি হয়েছেন, সে ব্যাপারে প্রতিবেদনে কিছু বলা হয়নি।
বিশ্বকাপ বাছাইপর্বে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে হারের পর বিব্রতকর অবস্থায় পড়ে যায় সিবিএফ। অব্যাহতি জানানো হয় কোচ দরিভাল জুনিয়রকে। এরপর থেকে প্রথম পছন্দ হিসেবে আনচেলোত্তিই ছিলেন সেলেসাও বোর্ডের প্রথম পছন্দ। অন্যদিকে রিয়াল বস বিদায় জানালে তার জায়গা নেয়ার সম্ভাব্য নামের তালিকায় উপরের দিকে আছেন তাদেরই সাবেক খেলোয়াড় ও বায়ার লেভারকুসেনের বর্তমান কোচ জাবি আলোনসো। জার্মান ক্লাবটি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, আলোনসো যদি তার কোনো সাবেক ক্লাবকে কোচিং করাতে বেছে নেয়, তবে সে পথে বাঁধা হয়ে দাঁড়াবে না গতবারের বুন্ডেসলিগা চ্যাম্পিয়নরা।