ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

দুই প্রবাসী ফুটবলার নিয়ে অনূর্ধ্ব-১৯ সাফের বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন দুই প্রবাসী ফুটবলার যুক্তরাষ্ট্রের ফারজাদ আফতাব ও ইতালির আব্দুল কাদির। তবে জায়গা হয়নি আরেক প্রবাসী তারকা যুক্তরাজ্যের এলমান মতিনের। 
প্রায় তিন সপ্তাহ আগে ৩১ ফুটবলার নিয়ে শুরু হয় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প। প্রথমে যশোরের শামস-উল-হুদা একাডেমি ও পরে বিকেএসপিতে ফুটবলারদের অনুশীলন করান কোচ গোলাম রব্বানী ছোটন। গত ৩ এপ্রিল বাফুফের অধীনে ট্রায়াল দেন ইংল্যান্ড প্রবাসী মতিন। সেই পথ পেরিয়ে যুব সাফের প্রাথমিক দলেও জায়গা করে নেন চার্লটন অ্যাথলেটিকে খেলা এই ফুটবলার। মতিনের বাদ পড়া নিয়ে ছোটন বলেন, ‘পারফরম্যান্সের কারণে মূল দলে জায়গা পাননি মতিন।’ আগামী ৯ই মে ভারতের অরুণাচল প্রদেশে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। ১১ মে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে প্রতিপক্ষ ভুটান। অপর গ্রুপে রয়েছে ভারত, নেপাল ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচই হবে গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। বাংলাদেশ দল রওনা দেবে কাল সকালে। সাফের বয়সভিত্তিক এই আসরটি গত বছর অনুষ্ঠিত হয়েছে অনুর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে। নেপালে অনুষ্ঠিত ওই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এবারোও শিরোপা ধরে রাখার বিষয়ে আশাবাদি দলটির কোচ গোলাম রব্বানি ছোটন। দীর্ঘদিন নারী দলের দায়িত্ব পালন করা এই কোচ বলেন,‘ আমরা দুই সপ্তাহ যশোরের শাসম-উল-হুদা ফুটবল একাডেমিতে নিরবিচ্ছিন্ন ক্যাম্প করেছি। এরপর বিকেএসপিতে অনুশীলন করেছি। আমি আশাবাদি দলের খেলোয়াড়রাও সকল্পবদ্ধ। আশার বিশ্বাস আমরা সর্বোচ্চ সাফল্য নিয়ে ফিরতে পারবো। প্রবাসীদের নিয়ে অধিনায়ক নাজমুল হুদা বলেন, ‘আমাদের মধ্যে বোঝাপারা দারুণ। তাছাড়া আমরা সবাই বাংলাদেশি। আপনারা যদি ভারত ও বাংলাদেশ সিনিয়র দলের খেলা দেখেন, হামজা চৌধুরী ভাই আসাতে দলের খেলায় অনেক পরিবর্তন হয়েছে। আমাদের দলেও দুজন প্রবাসী ফুটবলার রয়েছেন ফারজাদ এবং আবদুল কাদির। আশা করি ওরা দলের শক্তি বাড়াবে। স্কোয়াড যারা রয়েছে সবাই আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। আমাদের সবার লক্ষ্য থাকবে দেশকে প্রতিনিধিত্ব করব, যেন দেশের প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারি।’   

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ইসমাইল হোসেন মাহিন, নাহিদুল ইসলাম, রাজ চৌধুরী,আশিকুর রহমান, আব্দুল রিয়াদ ফাহিম, মোহাম্মদ দেলোয়ার, সানি দাস, সিয়াম অমিত, সালাহউদ্দিন শাহেদ, সিফাত শাহরিয়ার, স্যামুয়েল রাকসাম, নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক), রাতুল হাসান, মিঠু চৌধুরী, কামাল মৃধা,সুমন সোরেন, মুর্শেদ আলী, জয় আহমেদ, মোহাম্মদ মানিক, রিফাত কাজী, আশিক, আব্দুল কাদির, ফারজাদ আফতাব।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status