ঢাকা, ৬ মে ২০২৫, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

বার্সেলোনা-ইন্টার লড়াই আজ

স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৫, মঙ্গলবার
mzamin

উয়েফা চ্যাম্পিয়নস লীগের শেষ চারের লড়াই মাঠে ফিরছে আজ। সেমিফাইনালের ফিরতি লেগে সান সিরোতে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে ইন্টার মিলান। আগের লেগে অলিম্পিক স্টেডিয়ামে ৩-৩ গোলে ড্র করে স্প্যানিশ ও ইতালিয়ান জায়ান্টরা। আজ রাতের খেলাটা দু’দলেরই চ্যাম্পিয়নস লীগ পুনরুত্থানের লড়াই। সবশেষ ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়নস লীগ শিরোপা ঘরে তোলে বার্সা। এরপর কেটে গেছে ১০ বছর। ইন্টার মিলানের অপেক্ষাটা আরও দীর্ঘ। তারা শেষবার ইউরোপ সেরার তকমা পায় ২০০৯-১০ মৌসুমে। তাই আজ দু’দলই যে মাঠে নিজেদেরকে নিংড়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। তবে মাঠে নামার আগেই কিছুটা দুঃশ্চিন্তা উঁকি দিচ্ছে কাতালান শিবিরে। কেননা এই ম্যাচ পরিচালনার ভার পড়েছে সিমন মারচিনিয়াকের ওপর। অভিযোগ রয়েছে যে এই পোলিশ রেফারি কিছুটা রিয়াল মাদ্রিদ কেন্দ্রিক। তার সবশেষ আলোচিত ঘটনা ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ও রিয়ালের মধ্যকার পেনাল্টি শুটআউটে হুলিয়ান আলভারেজের গোল বাতিল। ডাবল টাচের অভিযোগে গোলটি বাতিল হওয়ার আগে তিনি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহযোগিতাও নেননি। যদিও পরে ভিএআর পর্দায় সেই ডাবল টাচ ধরা পড়ে। ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লীগ সেমিফাইনালেও রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার ম্যাচে একটি বিতর্কিত সিদ্ধান্ত দেন তিনি। সে ম্যাচে ম্যাথিউস ডি লিটের গোল তিনি ভিএআরে না দেখেই অফসাইডের কারণে বাতিল করে দেন। যে কারণে ভিএআর হস্তক্ষেপ করতে পারেনি। নিজের ব্যক্তিগত জীবনেও রিয়াল মাদ্রিদের লোগো যুক্ত নানা সামগ্রী ব্যবহার করেন মারচিনিয়াক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, রিয়ালের লোগো সংবলিত একটি ব্যাগ নিয়ে মাঠে ঢুকছেন তিনি। ২০২২-এ চেলসির তৎকালীন কোচ টমাস টুখেলও সরাসরি এই রেফারির রিয়াল কোচ কার্লো আনচেলোত্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা উল্লেখ করেন। সেমির আগের লেগে চোটে পড়ে খেলতে পারেননি রবার্ট লেভানদোভস্কি। বার্সার জন্য সুসংবাদ হিসেবে স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, রোববার অনুশীলনে ছিলেন এই পোলিশ স্ট্রাইকার।


যদিও তাদের ভাষ্য অনুযায়ী, ইন্টারের বিপক্ষে শুরুর একাদশে দেখা যাবে না লেভাকে। ম্যাচে প্রয়োজন বিবেচনা করে তাকে দেখা যেতে পারে শেষ দিকে। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘বাঁচা-মরার’ এল ক্লাসিকোতে শুরু থেকেই লেভানদোভস্কিকে মাঠে পাওয়ার আশা কাতালুনিয়ান ক্লাবটির। অন্যদিকে শঙ্কায় রয়েছেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্টিনেজ। বার্সার বিপক্ষে প্রথম লেগে পায়ের চোটে পড়েন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। রোববার সিরি আ’তে ভেরোনার বিপক্ষে মাঠের বাইরেই ছিলেন তিনি। একই শঙ্কায় রয়েছেন ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডও।

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status