খেলা
মে মাসের সেরা হওয়ার দৌড়ে মিরাজ
স্পোর্টস ডেস্ক
৬ মে ২০২৫, মঙ্গলবার
গেল মাসটা ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত কেটেছে মেহেদী হাসান মিরাজের। জিম্বাবুয়ের বিপক্ষে অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছেন সিরিজ সেরার পুরস্কার। এতে করে প্রথমবারের মতো আইসিসি প্লেয়ার অব দা মান্থের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন তিনি। এপ্রিল মাসের সেরার লড়াইয়ে তার প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স। মেয়েদের সংক্ষিপ্ত তালিকার তিন জন হলেন- ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস, স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস ও পাকিস্তানের ফাতিমা সানা। সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেটে হারলেও প্রথম ইনিংসে শেষের ৫ উইকেট নেন মিরাজ। পরে দ্বিতীয় ইনিংসে আঘাত হানেন টপ অর্ডারে, চমৎকার বোলিংয়ে সেবারও তার শিকার ৫ উইকেট। তৃতীয়বার এক টেস্টে অন্তত ১০ উইকেট পান অভিজ্ঞ অফ স্পিনার। বাংলাদেশের হয়ে ম্যাচে দুবার করে ১০ উইকেট নিতে পেরেছেন দুই বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। আর চট্টগ্রামে তো মিরাজ একাই বাংলাদেশকে সিরিজে ফেরান। ১০৪ রানের ইনিংস খেলে দলকে লিড এনে দেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।একই টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার তিনি। তার আগে এই কীর্তি ছিল সাকিব আল হাসান (দুই বার) ও সোহাগ গাজীর। আর একই সিরিজে এক ম্যাচে ১০ উইকেট শিকার ও এক ইনিংসে সেঞ্চুরি করা টেস্ট ইতিহাসের সপ্তম ক্রিকেটার তিনি।
মিরাজের প্রতিদ্বন্দ্বী মুজারাবানি জিম্বাবুয়েকে ৪ বছর পর দেশের বাইরে টেস্ট জিতিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিলেটে প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়া পেসার দ্বিতীয়ভাগে ধরেন ৬ শিকার। ওই ম্যাচে সেরার পুরস্কার ওঠে তার হাতে। আর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার হিসেবে মাস সেরার লড়াইয়ে জায়গা পেয়েছেন সিয়ার্স।
তিন ম্যাচের ওই সিরিজে শেষ দুই ওয়ানডে খেলে ৯.৩০ গড় ও ওভারপ্রতি ৫.০৭ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন এই পেসার। সিরিজের শেষ দুই ম্যাচেই ৫টি করে উইকেট নেন সিয়ার্স। সিরিজ সেরা হওয়া সিয়ার্স নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন।