খেলা
যুবাদের কাছে পাত্তাই পায়নি কিউইরা
স্পোর্টস রিপোর্টার
৬ মে ২০২৫, মঙ্গলবার
ব্যাটিংয়ে নেমে শুরুতেই সৈয়দ খালেদ আহমেদ ও শরিফুল ইসলামের তোপের মুখে পড়েন নিউজিল্যান্ডের ব্যাটাররা। প্রথম ৭ ওভারেই চার ব্যাটার সাজঘরে ফেরেন, তাদের কেউই রানের খাতা খুলতে পারেননি। পেসাররা টপ অর্ডার ধসিয়ে দেওয়ার পর বাকি কাজটা করেন তানভীর ইসলাম, সঙ্গে যোগ দেন আরেক পেসার ইবাদত হোসেন। পাঁচ শূন্য’র পর বেন ফক্সক্রপটের ৭২ রানের ইনিংসে দেড়শ ছোয়া সংগ্রহ পায় নিউজিল্যান্ড। বাংলাদেশ ‘এ’ দলের সেই রান টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে কিউইদের ৭ উইকেটে হারিয়েছে নুরুল হাসান সোহানের দল। টস জিতে প্রথমে ব্যাটিং করে ৩৪.৩ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। জবাবে ২৭.২ ওভারেই জয় নিশ্চিত করে টাইগাররা। রান তাড়ায় চার ওভারে ৩০ রান তোলার পর ওপেনার নাঈম শেখের উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। ২০ বলে ৩ চারে ১৮ রান করে তিনি আউট হন। ১২ বলের ছয়টিতেই বাউন্ডারি হাঁকানো পারভেজ হোসেনও থেমে যান ২৪ রানে। এনামুল হক বিজয় করেন ৪৫ বলে ৫ চারে ৩৮ রান। এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক সোহান মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। অঙ্কন খেলেন ৬১ বলে অপরাজিত ৪২ রানের ইনিংস। নুরুল হাসান সোহান অপরাজিত ছিলেন ২০ রানে। এর আগে ব্যাটিংয়ে নেমে শরিফুল ও খালেদের তোপে দলীয় ১৩ রানেই ৪ উইকেট হারিয়ে বসে নিউজিল্যান্ড ‘এ’ দল। এরপর জস জ্যাকসনকে নিয়ে ৩৫ রানের জুটিতে আশা দেখাচ্ছিলেন রেইস মারিউ। জ্যাকসনকে ফিরিয়ে ফিরিয়ে জুটি ভাঙেন ইবাদত। এরপর তানভির ইসলামের ঘূর্ণিতে ৮৫ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। এরপর শুরু হয় ফক্সক্রাফটের লড়াই। শেষ ব্যাটার হিসেবে ইবাদতের শিকার হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৭২ রান করেন তিনি। ৬৪ বলের ইনিংসে হাঁকান ৬টি চার ও ৪টি ছক্কায়। ওপেনার মারিউ খেলেন ৫১ বলে ৪২ রানের ইনিংস। এই দুই ব্যাটারই কেবল দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। বাংলাদেশের পক্ষে ২৭ রানের খরচায় ৩টি উইকেট পান খালেদ। ৪৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তানভিরও। এছাড়া ইবাদত ও শরিফুল বাকি চার উইকেট ভাগাভাগি করে নেন।