ঢাকা, ৪ মে ২০২৫, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৫ জিলক্বদ ১৪৪৬ হিঃ

শেষের পাতা

ভুলে যাবেন না আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি

স্টাফ রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার
mzamin

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগ মারা গেছে বাংলাদেশে আর জানাজা হয়েছে দিল্লিতে। শনিবার  রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আয়োজিত মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনকে নিষিদ্ধ করেই দেশের সংস্কার শুরু করতে হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি ভুলে যাবেন না, আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা, সেই সিদ্ধান্ত নেয়ার অধিকার তাদের নয়, সেটি আমরা নেবো। 

হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের দ্বিতীয় স্বাধীনতার আট মাস পার হলেও আজ যেসব দাবিতে আমরা সমবেত হয়েছি, তা কোনো গর্বের বিষয় নয়; বরং এটি জাতির জন্য লজ্জাজনক। ৫ই আগস্টেই জনগণ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এই আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না। যারা আলেম-উলামাদের বায়তুল মোকাররম থেকে টেনে এনে রাস্তায় হত্যা করেছে, তাদের রাজনীতিতে আর ঠাঁই নেই।

তিনি অভিযোগ করে বলেন, আজ আট মাস পরও কিছু রাজনৈতিক দল ও রাজনীতিক আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিতে চাইছে। কিন্তু আমাদের কাছে এই সংগঠন সন্ত্রাসী, গণতন্ত্র হত্যাকারী এবং লুটপাটকারী একটি চক্র। তাদের নিষিদ্ধ না করে দেশে সংস্কার সম্ভব নয়।
বক্তব্যে তিনি একাত্তর-পরবর্তী সময়ের শাসনামল ও  ৭৪ সালের দুর্ভিক্ষের প্রসঙ্গ টেনে  বলেন, শেখ মুজিব বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করেছিলেন। তার শাসনামলে ৩০ হাজার জাসদ কর্মী হত্যা ও লুটপাটের কারণে ৭৪ সালের দুর্ভিক্ষে ১৫ লাখ মানুষ মৃত্যুবরণ করে। এসব ইতিহাস ভুলে গেলে চলবে না। 

শাপলা চত্বরে গণহত্যা প্রসঙ্গে তিনি বলেন, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছেন, তাদের তালিকা প্রকাশ করুন। আমরা এই তরুণ প্রজন্ম হাসিনার বিচার ও ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। নারী ও শিশু নির্যাতন দমন কমিশনের প্রতিবেদনের বিষয়ে তিনি বলেন, নারী সংস্কার কমিশনের বিতর্কিত অংশ বাদ দিয়ে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে, যাতে দেশের ধর্মীয় সংস্কৃতি ও মূল্যবোধ অক্ষুণ্ন থাকে। মহাসমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। এতে দেশের শীর্ষ আলেম ও ইসলামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

পাঠকের মতামত

সব ঠিক আছে ওদের বিচার হতে হবে আগে আওয়ামী লীগের মাথা কুথায় দিল্লিতে । এখন ওদের কোন দল নেই

Rubayet
৪ মে ২০২৫, রবিবার, ৮:৫৯ পূর্বাহ্ন

শেষের পাতা থেকে আরও পড়ুন

আরও খবর

শেষের পাতা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status