বিনোদন
স্পেনের উৎসবে ‘মাস্তুল’
স্টাফ রিপোর্টার
৪ মে ২০২৫, রবিবার
সদ্য অনুষ্ঠিত ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরও একটি সুসংবাদ দিলো দেশের সিনেমা ‘মাস্তুল’। আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিত একটি উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের এই সিনেমাটি। ১লা সেপ্টেম্বর থেকে স্পেনের মাদ্রিদ শহরে বসছে ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর। সেখানে ‘সেরা মানবিক চলচ্চিত্র’র জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে নূরুজ্জামানের ‘মাস্তুল’। এ প্রসঙ্গে নূরুজ্জামান বলেন, মস্কোতে ‘মাস্তুল’র প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ১লা সেপ্টেম্বর থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০২৫ এ সিনেমাটি যাচ্ছে। জলে ভাসমান জাহাজীদের গল্পকে ঘিরে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ। সিনেমাটি মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই।