বিনোদন
এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে 'জংলি'
স্টাফ রিপোর্টার
(৩ ঘন্টা আগে) ৫ মে ২০২৫, সোমবার, ১১:১৫ পূর্বাহ্ন

বাংলাদেশের ঈদের সিনেমা ‘জংলি’। ছবিটি উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। সিনেমাটি এরইমধ্যে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। ‘জংলি’ পাকিস্তানে মুক্তি দিচ্ছে সিনে এন্টারটেইনমেন্ট। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চুক্তি সেরেছেন। উর্দু ভাষায় ডাব করা হচ্ছে। ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া। প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদ হাসান জানান, ছবিটি শিগগিরই পাকিস্তানে মুক্তি পাবে। ‘জংলি’ সিনেমায় নাম ভূমিকায় আছেন অভিনেতা সিয়াম আহমেদ। পাখি চরিত্রে রয়েছেন শিশুশিল্পী নৈঋতা। আরও আছেন বুবলী, দীঘি। ‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। ছবিটি আমেরিকা ও কানাডার ৪০টি থিয়েটারেও মুক্তি পেয়েছে। সেখানেও ভালো দর্শক সাড়া পেয়েছে বলে জানিয়েছে পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রো।