বিনোদন
বাবার কালজয়ী গান গাইলেন দিঠি
স্টাফ রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবার
‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’- প্রয়াত কিংবদন্তি গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা এ কালজয়ী গানটির সুরকার মাসুদ পারভেজ। এবার গীতিকবির সুযোগ্য কন্যা সংগীতশিল্পী দিঠি আনোয়ার কণ্ঠে তুললেন এ গান। বিটিভি’র জন্য নতুন করে এ গানটির সংগীতায়োজন করেছেন মকসুদ জামিল মিন্টু। দিঠি বলেন, এটি বাবার একটি কালজয়ী দেশের গান। গানটি কণ্ঠে নতুন করে তুলে অন্যরকম অনুভূতি কাজ করছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।