ঢাকা, ৫ মে ২০২৫, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বিনোদন

সালমার কণ্ঠে শাহ আবদুল করিমের গান

স্টাফ রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবার
mzamin

নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। ঈদে প্রায় এক ডজন গান নিয়ে হাজির হয়েছিলেন তিনি। ঈদের পরও একে একে তার কণ্ঠের গান বিভিন্ন ব্যানারে প্রকাশ পাচ্ছে। এবার শাহ আবদুল করিমের গান কণ্ঠে তুললেন তিনি। ‘আসি বলে গেল বন্ধু আইলো না’- তুমুল জনপ্রিয় এ গানটি নতুন সংগীতায়োজনে গেয়েছেন তিনি, যা কি না একদিন আগে প্রকাশ হয়েছে স্বাধীন মিউজিকের ইউটিউব চ্যানেলে। গানটির নতুন সংগীতায়োজন করেছেন আদিব কবির। এর ভিডিওতে পারফর্ম করে গানটি গেয়েছেন সালমা। গানটি প্রসঙ্গে তিনি বলেন, এ গানটি নানাভাবে এর আগে গাওয়া হয়েছে। এবার নতুন সংগীতায়োজনে গানটি গাইলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ এগুলোই আমাদের মাটির গান, শিকড়ের গান। নতুন প্রজন্মের কাছে গানগুলো নতুনভাবে উপস্থাপনের ধারাবাহিকতাতেই গানটি করা। আমার বিশ্বাস ভালো লাগবে সবার। এদিকে, সালমা বর্তমানে নতুন গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে বেশ কিছু গানের কাজ শেষ। এর বেশির ভাগই প্রকাশ হবে আসছে কোরবানির ঈদে।

বিনোদন থেকে আরও পড়ুন

বিনোদন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status