বিনোদন
নতুন রূপে নাদিয়া ডোরা
স্টাফ রিপোর্টার
৫ মে ২০২৫, সোমবার
ফোক নয় বরং রোমান্টিক গান নিয়ে হাজির হলেন সংগীতশিল্পী নাদিয়া ডোরা। ‘চল প্রেমে পুড়ে যাই, ভালোবেসে উড়ে যাই, হৃদয় দহনে এই মন গহিনে দু’জনে মিলে হবো ছাই’- এমন কথায় নতুন গান নিয়ে এলেন তিনি। অটমনাল মুনের কথা, সুর ও সংগীত পরিচালনায় রোমান্টিক গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেলও হয়েছেন তিনি। নতুন গান প্রকাশের উচ্ছ্বাসে ভাসছেন তিনি। গানটি প্রসঙ্গে অটমনাল মুন বলেন, এ গানটা করে যখন ডোরাকে পাঠালাম, ও দারুণ পছন্দ করলো।
গানটিতে অন্যান্য মিউজিক ভিডিও’র পাশাপাশি ইলেক্ট্রিক গিটার, অ্যাকুইস্টিক গিটার, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্ট মিক্স করে আমার সিগনেচারটা রেখেছি। গান প্রসঙ্গে নাদিয়া বলেন, আমি যে সব সময় ফোক গান গাই তা নয়, আমি যে রবীন্দ্রসংগীত বা আধুনিক গানও গাই- এ মেসেজটাই
গানের মাধ্যমে ভক্তদের দিতে চেয়েছি। রূপ বদলে নতুন রূপ নিয়ে হাজির হলাম। ভালোবাসার এ গানে আমার ভয়েজের একটা আলাদা দিক ধরা পড়বে শ্রোতাদের কাছে। জানা যায়, গানের শুটিং হয়েছে নেপালে। জি-সিরিজ গানটি প্রকাশ করেছে।