বিনোদন
শাকিব খানের শুটিং সেটে প্রাণ গেল স্টান্টম্যানের
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ৪ মে ২০২৫, রবিবার, ১১:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৩ অপরাহ্ন

রাজশাহীতে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সেটেই অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। এ বিষয়ে ছবির পরিচালক রায়হান রাফী বলেন, শনিবার বিকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ওই স্টান্টম্যানকে মৃত বলে ঘোষণা করেছেন। তিনি আরও বলেন, মনির শট দিয়েছেন দুপুরের দিকে। শট দেওয়ার পর সুস্থ ছিলেন। সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করে। তারপর হাসপাতাল নিয়ে গেলে ডাক্তার জানান, মনির মারা গেছেন। রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তাণ্ডব’ সিনেমার শুটিং চলছে। কলাকুশলীরা জানিয়েছেন যে সেখানেই মনির অসুস্থবোধ করেন। চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী আরও বলেন, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করেছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি। জানা যায়, নারায়ণগঞ্জের বাসিন্দা ছিলেন মনির। বেশ কয়েক বছর ধরে স্টান্টম্যান হিসেবে চলচ্চিত্রে কাজ করছিলেন তিনি।