বিনোদন
বিচ্ছেদের পর আরো আকর্ষণীয় হয়েছি, বললেন হিমাংশী
বিনোদন ডেস্ক
(১ দিন আগে) ৪ মে ২০২৫, রবিবার, ১১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৫ পূর্বাহ্ন

সালমান খানের 'বিগ বস' এর আলোচিত প্রতিযোগি হিমাংশী খুরানা। সমাজমাধ্যমে নিজের কয়েকটি ছবি দিয়ে বিচ্ছেদ নিয়ে কয়েকটি লাইন লিখেছেন। তাতেই তিনি চর্চায়। গুঞ্জন, বছর দুয়েক আগে প্রেম ভেঙেছে তার। তিনি কিন্তু মুষড়ে পড়েননি। বরং তিনি নাকি আরও আকর্ষণীয় হয়েছেন। তার মতে, যত বার পুরুষ আমায় হতাশ করেছে, তত বার আমার আকর্ষণ আরও বেড়েছে। এটি পরীক্ষিত সত্য। হিমাংশীর এই কথা ছড়াতেই বলিপাড়ায় শোরগোল। রকমারি ইমোজিতে ছেয়ে গিয়েছে তার মন্তব্য বাক্স। অভিনেত্রীর সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ এই প্রজন্ম। এই প্রসঙ্গে নতুন করে চর্চায় হিমাংশী খুরানা এবং অসীম রিয়াজ-এর প্রেম জীবন। দু’জনেই ‘বিগ বস ১৩’-র প্রতিযোগী ছিলেন। সেখান থেকে সম্পর্ক তৈরি হয়েছিল তাদের। সময় এগিয়েছে সম্পর্ক গাঢ় হয়েছে। বলিউডের অন্দরে যখন চর্চা, এ বার তারা বিয়ে করবেন, তখনই প্রেম ভাঙার খবর। ২০২৩-এ সম্পর্কের সুতো ছিঁড়ে আলাদা হন অসীম-হিমাংশী। ভিনধর্মী বলেই পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন, সমাজমাধ্যমে সেই সময় জানিয়েছিলেন তারা।