বিনোদন
অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণসহ ১৭ তারকার নামে মামলা
স্টাফ রিপোর্টার
(২ দিন আগে) ২৯ এপ্রিল ২০২৫, মঙ্গলবার, ৩:৫৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন

অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, জায়েদ খানসহ ১৭ তারকার নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটার থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলার আসামি করা হয়েছে তাদের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জন ও অজ্ঞাতনামা তিন-চারশ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগান দাতা হিসেবে আসামি করা হয়েছে অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, আসনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিমসহ ১৭ অভিনয়শিল্পীকে। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, এসব আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য বিপুল অর্থ যোগান দিয়েছেন। এ সময় অন্য আসামিদের ছোড়া গুলি বাদী এনামুল হকের ডান পায়ে লেগে গুলিবিদ্ধ হয়ে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।
পাঠকের মতামত
খুবই সঠিক সিদ্ধান্ত, এরা প্রত্যেকেই দাগী ও চিহ্নিত অপরাধী। সংস্কৃতি কর্মীরা হবে দলমত নিরপেক্ষ, অথচ ওরা ছিল আওয়ামী পা চাটা। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এদের যেন দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যত শিল্পীদের জন্য
সঠিক সিদ্ধান্ত, এরা প্রত্যেকেই দাগী ও চিহ্নিত অপরাধী। সংস্কৃতি কর্মীরা হবে দলমত নিরপেক্ষ, অথচ ওরা ছিল আওয়ামী পা চাটা। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এদের যেন দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যত শিল্পীদের জন্য
অনেক আগেই এদের বিরুদ্ধে মামলা হওয়া উচিৎ ছিলো এরা শুধু ২৪ এর গণঅভ্যূত্থ্যানের বিপক্ষেই ছিলোনা এরা হাসিনার প্রতিটি অবৈধ নির্বাচনে প্রচারনা করে জাতির সাথে চরম প্রতারণা করেছিলো।
অতিসত্বর হাসিনার দোসর এই সবগুলাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
আরো বহু আগে এদের নামে মামলা হওয়া উচিত ছিল এরা স্বৈরাচারের দোষার
খুবই সঠিক সিদ্ধান্ত, এরা প্রত্যেকেই দাগী ও চিহ্নিত অপরাধী। অতিসত্বর হাসিনার দোসর এই সবগুলাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।
খুবই সঠিক সিদ্ধান্ত, এরা প্রত্যেকেই দাগী ও চিহ্নিত অপরাধী। সংস্কৃতি কর্মীরা হবে দলমত নিরপেক্ষ, অথচ ওরা ছিল আওয়ামী পা চাটা। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এদের যেন দৃষ্টান্ত হয়ে থাকে ভবিষ্যত শিল্পীদের জন্য
অতিসত্বর হাসিনার দোসর এই সবগুলাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।