বিনোদন
দেশে ফিরেই ব্যস্ততায় ডুব
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার
সম্প্রতি মেক্সিকো ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মূলত মেক্সিকো সিটির বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৪তম বর্ষপূর্তিতে গান গাইতেই ছিল এ সফর। এদিকে দেশে ফিরেই গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এ শিল্পী। নতুন একাধিক গান তৈরি হয়ে আছে তার, সেগুলোতে কণ্ঠ দেবেন একে একে। অন্যদিকে সোমবার সন্ধ্যায় শ্রোতাদের সামনে নতুন গান নিয়ে হাজির হলেন এ তারকা। গানটির শিরোনাম ‘জানি আমি নেই’। যেটুকু আকাশ তুমি দেখতে পাও/ ঝরনার গান তুমি শুনতে পাও/ হৃদয়ে তোমার যত সুর বাজে/ জানি আমি নেই কোথাও তোমার মাঝে- এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন শাকিলুর রহমান প্রিন্স। আর সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী। ন্যান্সির নিজের ইউটিউব চ্যানেলে স্যাড-রোমান্টিক এ গানটি প্রকাশ হয়েছে। ন্যান্সি বলেন, গানটির কথা-সুর গতানুগতিক ধারার বাইরের। তবে যারা গান হৃদয় দিয়ে অনুভব করেন তাদের কাছে গানটি ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এ গানের বাইরে ন্যান্সি ব্যস্ত রয়েছেন স্টেজ শো নিয়ে। সামনেও দেশে বেশ কয়েকটি শো রয়েছে। এদিকে গেল ঈদে ন্যান্সির কণ্ঠে বেশ
প্রশংসিত হয়েছে ‘এলোরে ঈদ’ শিরোনামের গান। অন্যদিকে ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মে ‘মায়া মায়া লাগে’ গানটিও বালাম-ন্যান্সির
কণ্ঠে বেশ শ্রোতাপ্রিয়তা পেয়েছে। ‘অন্তরাত্মা’ ছবিতেও ন্যান্সির কণ্ঠের গান ঈদে প্রকাশ হয়ে প্রশংসা কুড়ায়।