বিনোদন
একা হওয়ার দিন
বিনোদন ডেস্ক
১ মে ২০২৫, বৃহস্পতিবার
আজ আবার সেই দিন, আমার একা হয়ে যাওয়ার দিন- আবেগপ্রবণ পরমব্রত চ্যাটার্জি। ১১ বছর আগে ঠিক যে দিনটাতে তার মাকে চিরতরে হারিয়েছিলেন তিনি, সেই দিনে আবার মা’কে স্মরণ করে এমন কথা বললেন অভিনেতা। তাই প্রতি বছর ২৯শে এপ্রিল দিনটাকে তিনি একা হয়ে যাওয়ার দিন বলে মনে করেন।