বিনোদন
কিসের ইঙ্গিত দিলেন মাহি
স্টাফ রিপোর্টার
(১ দিন আগে) ৩০ এপ্রিল ২০২৫, বুধবার, ১২:০৭ অপরাহ্ন

জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই সক্রিয় এই নায়িকা। অধিকাংশ সময়েই তিনি তার ব্যক্তিগত জীবন, অনুভূতি, ভালোলাগা, খারাপ লাগা কিংবা কাজের বিভিন্ন আপডেট ভক্তদের সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করেন।
সম্প্রতি তার একটি ফেসবুক পোস্ট নতুন করে আলোচনায় এসেছে। নেটিজেনরা তার এই পোস্ট নিয়ে বেশ কৌতূহলী। মাহি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন। তাতে তিনি লেখেন, একটু আদরে আমাকে রাখো। লাইনটির সাথে একটি ভালোবাসার ইমোজিও জুড়ে দিয়েছেন। এটা একটা ছোট্ট বাক্য, তবে তার এই আবেগঘন পোস্টটি নেটিজেনদের চোখ এড়ায়নি। অনেকেই এই পোস্টটিকে মাহির ব্যক্তিগত জীবনের বর্তমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখছেন। অনেকে মনে করছেন, এই স্ট্যাটাসের মাধ্যমে মাহি তার জীবনের শূণ্যতা, একাকীত্ব অনুভব করছেন। সেই ইঙ্গিতই দিয়েছেন পোস্টে।
উল্লেখ্য, মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকারকে বিয়ে করেন। তাদের বিচ্ছেদ হয়ে যায় বছর দুই এক আগে। তাদের ঘরে ফারিশ নামে একটি পুত্র সন্তান রয়েছে। এর আগে, ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। তার সঙ্গেও বেশিদিন সংসার টেকেনি মাহির।